BRAKING NEWS

নাইজেরিয়ার আরও তিন যুবক ধৃত

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৫ নভেম্বর৷৷ আবারো রাজ্য থেকে তিন নাইজেরিয়ান নাগরিক পাচারের সময় অসম পুলিশের হাতে আটক৷ পার্শবর্তী রাজ্য অসমের করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন চোরাইবাড়ি পুলিশ ওয়াচ পোষ্টের রুটিন তল্লাশিতে ফের আজ ধরা পড়ল তিন নাইজেরিয়ান নাগরিক৷ধৃতরা সবাই যুবক৷জানা গেছে শুক্রবার রাত সাড়ে সাতটা নাগাদ ধৃতরা আগরতলা থেকে ঞ্চজ্র০৫ঞ্ছ/১৮৯৯ নম্বরের রায়ন নৈশ বাসে চেঁপে গুয়াহাটিতে পাড়ি দেবার পথে চোরাইবাড়ি পুলিশের রুটিন চেকিংয়ের সময়ে ধরা পড়ে৷

এ মর্মে বাজারিছড়া থানার এস আই মানবজ্যোতি মালাকার জানান,ধৃতরা ইতিপূর্বে ধরা পড়া এক যুবতি সহ তিন নাইজেরিয়ান যুবকদের ন্যায় নিজেদেরকে ফুটবলার বলে বাংলাদেশে খেলতে এসে পথ ভুলে ভারতে প্রবেশ করেছে বলে জাহিরের চেষ্টা করছে৷তাদের হাতে পাসপোর্ট সহ বাংলাদেশী ভিসা ও সে দেশের প্রমাণপত্র থাকলেও ওদের হাতে ভারতীয় কোনও বৈধ ভিসা পাওয়া যায়নি৷এতে সহজেই অনুমেও যে ওরা কুমতলবে বাংলাদেশী দালালদের হাত ধরে অন্যায় উপায়ে ভারতে প্রবেশ করেছে৷

এস আই আরও জানান যে, ধৃতরা ইংরেজী ও হিন্দি ভাষায় কথা বলতে না পারায় তাদের সম্পর্কে বিস্তর জানতে সমস্যা হচ্ছে৷তাদের বাড়ি নাইজেরিয়া শহরের পোষ্ট অফিস রোড ইডো ষ্টেটে বলে ধৃতরা জানিয়েছে৷তাদের মধ্যে রয়েছে অনিযাইবি,এজানিয়া ওয়ারা ও এ্যাসিমি৷ধৃতদের প্রত্যেকের বয়ষ পচিশ থেকে ত্রিশের মধ্যে৷ তোর কাছ থেকে ভারতীয় ৫ হাজার টাকা সহ ৫ টি মোবাইল উদ্ধার করেছে অসম পুলিশ৷কিন্তু তারা সম্প্রতি ভারতের বিভিন্ন স্থানে ধরা পড়া অন্যান্য নাইজেরিয়ানদের সম্পর্কে কিছুই জানে না বলে পুলিশের প্রাথমিক জেরায় স্বিকার করেছে৷উল্লেখ্য যে গত ৩ নভেম্বর তারিখে অনুরুপ ভাবে অসম চোরাইবাড়ি পুলিশের জালে ধরা পড়েছিল এক যুবতি সহ তিন নাইজেরিয়ান৷

এর আগের দিন আগরতলা পুলিশের হাতে ধরা পড়ে আরও চার নাইজেরিয়ান যুবক৷পরে তাদেরকে কোর্টে তুলে রিমান্ডে নেওয়ার পর ট্রান্সলেটরের সাহায্যে জেরা করে জানা যায় যে তারা বিভিন্ন দালালদের মাধ্যমে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে ব্যবসার জন্য৷শনিবার ধৃত ৩ নাইজেরিয়ান করিমগঞ্জ জেলা আদালতে সোপর্দ করা হবে৷মোট তিন দফায় অসম সহ ত্রিপুরায় দশ জন নাইজেরিয়ান নাগরিক ধরা পড়ায় সীমান্ত সুরক্ষার দিক নিয়ে এলাকার সচেতন মহলে স্বাভাবিক ভাবে নানা প্রশ্ণ চিহ্ণ দেখা দিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *