
নয়াদিল্লি, ১৬ নভেম্বর (হি.স.) : রাজধানীতে আইনজীবীদের ধর্মঘট উঠে গেল। আগামীকাল শনিবার থেকে রাজধানীতে আইনজীবীরা আদালতের কাজে ফের যোগ দেবেন বলে শুক্রবার ঘোষণা করা হয়েছে। গত ২ নভেম্বর দিল্লি তিশহাজারি আদালতের সামনে পুলিশ এবং আইনজীবীদের সংঘর্ষের ঘটনায় পর ৪ নভেম্বর থেকে লাগাতার ধর্মঘটের ডাক দেন আইনজীবীদের সংগঠন।
আইনজীবীরা অভিযুক্ত পুলিশকর্মীদের গ্রেফতারের দাবি তুলে ধর্মঘটের ডাক দেন। আইনজীবীদের কমিটি শুক্রবার তাদের ধর্মঘট প্রত্যাহার করে শনিবার থেকে ফের আদালতের কাজে যোগ দেবে বলে জানিয়েছে। অল দিল্লি ডিসট্রিক বার অ্যাসোসিয়েশনের কমিটির সভাপতি মহাবীর শর্মা এদিন আইনজীবীদের ধর্মঘট প্রত্যাহার করার কথা ঘোষণা করেন৷

