যান সন্ত্রাসের বলি দুই যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর৷৷ যান সন্ত্রাসের বলি হল দুই যুবক৷ দূর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা রাত সাড়ে আটটা নাগাদ সোনামুড়া থানার অধীন সংহতী সেতু এলাকা৷ বাইক ও বুলেরো ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়৷ নিহতরা হলেন প্রসেনজিৎ পাল (২৭) এবং অমিত সাহা (২৬)৷ আরো কয়েকজন আহত হয়েছেন৷

জানা গিয়েছে, টিআর- ০১-এফ-১৬১২ নম্বরের বুলেরো ট্রাক ও টিআর-০৭-বি-৬৭০২ নম্বরের বাইকোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়৷ তাতে বাইকের দুই আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে যায়৷ খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে৷ সাথে সাথে ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে নিয়ে যাওয়ার পর তাদরে মৃত্যু হয়েছে৷ তাদের বাড়ি রবীন্দ্রনগর বলে জানা গিয়েছে৷ সোনামুড়া থানার পুলিশ বাইক ও বুলেরো গাড়িটি আটক করেছে৷ দূর্ঘটনার একটি মামলা নেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *