নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর৷৷ রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে সিটি স্ক্যান মেশিন গত কয়েকদিন ধরেই বিকল ৷ ফলে রোগীদের চরম দুর্ভোগের সামিল হতে হচ্ছে৷ তাতে চিকিৎসা পাওয়ার ক্ষেত্রেও বিরম্বনা ঘটছে ৷ কেননা রোগ নির্ণয় ছাড়া জটিল টিকিৎসা সম্ভব নয়৷ রাজ্যের প্রদান হাসপাতাল জিবিতে রাজ্যের বিভিন্ন স্থান থেকে রোগীরা চিকিৎসা করতে আসেন৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/10/TRIPURAINFO-Pix-NEURO-SURGERY-OPD-OPENED-AT-AGMC2610.jpg)
জিবি হাসপাতালের পরিকাঠামো নিয়ে আবারও প্রশ্ণ উঠেছে জনগণে৷ জিবি হাসপালাতে ২টি সিটি স্ক্যান মেশিন থাকলেও সেগুলো অকেজু হয়ে পড়েছে৷ জরুরি ভিত্তিতে সারাইয়ের কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ৷ গত ৪-৫ দিন ধরে রোগী ও তাদের পরিবারের লোকজনরা সিটি স্ক্যান করাতে গিয়ে বিমুখ হয়ে ফিলতে বাধ্য হচ্ছেন৷ তাতে দুর্ভোগ বাড়ছে রোগীদের৷
অবিলম্বের সিটি স্ক্যান মেশিন সারাইয়ের দাবি জানিয়েছেন রোগী ও তাদের পরিবারের লোকজনরা৷ কতৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতার কারণেই সিটি স্ক্যান মেশিনগুলো দ্রুত সারাই হচ্ছে না বলে অভিযোগ৷ সরকারী হাসপাতালে অপেক্ষাকৃত কম খরচে সিটি স্ক্যান করানোর সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা৷ সেই সুযোগকে কাজে লাগিয়ে বেসরকারী প্রতিষ্ঠান রোগীদের পকেট কাটছে বলেও অভিযোগ৷