বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহার সহ ১২ দফা দাবীতে আগরতলায় সমাবেশ কৃষক সভার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর৷৷ সারা ভারত কৃষক সভা ও ক্ষেতমজুর ইউনিয়নের ডাকে বুধবার আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ মিছিড় ও সমাবেশ সংগঠিত করা হয়৷ বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহার এবং সরকারি হাসপাতালে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা অক্ষুন্ন রাখার দাবি সহ মোট ১২ দফা দাবিতে এই মিছিল ও সমাবেশ সংগঠিত করা হয়৷


কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিরুদ্ধে জনস্বার্থ ও কৃষক শ্রমিক স্বার্থ বিরোধী কাজকর্মের অভিযোগ এনে সোচ্চার হয়েছে কৃষক সভা ও ক্ষেতমজুর ইউনিয়ন৷ বুধবার আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ সংগঠিত করা হয়৷ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ কৃষিঋণ মুকুব, ফসলের লাভজনক মূল্য, রেগা ও টুয়েপে বছরে ২০০ দিনের কাজ ও দৈনিক ৩৪০ টাকা মজুরি প্রদান এবং সামাজিক ভাতা ৩ হাজার টাকা করার দাবি জানান৷ রাজ্যে গণতন্ত্র ভূলুন্ঠিত হয়ে গেছে বলেও অভিযোগ এনেছেন৷


নেতৃবৃন্দ রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক দিয়েছেন৷ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক পবিত্র কর বলেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীর বিরুদ্ধে বিজেপি আইপিএফটি জোট সরকার মিথ্যা মামলা গ্রহণ করে তাকে নির্মমভাবে হেনস্তা করছে৷ এসব রাজনৈতিক প্রতিহিংসাত্মক কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি৷ অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানিয়েছেন৷ যতক্ষণ মামলা প্রত্যাহার না করা হবে ততক্ষণ আন্দোলন আরও জোরদার করা হবে বলে তিনি হুঙ্কার দিয়েছেন৷ কৃষক সভা ও ক্ষেতমজুর ইউনিয়নের সমাবেশকে কেন্দ্র করে দলীয় নেতা কর্মীদের মধ্যে বেশ উদ্দীপনাও পরিলক্ষিত হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *