নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷ শিক্ষকের মারে গুরুতর আহত ষষ্ট শ্রেণী পড়ুয়া এক ছাত্র৷ ঘটনা বৃহস্পতিবার খোয়াই সরকারী ইংরাজী মাধ্যম সুকলে৷ আহত ছাত্রের নাম আবির দাস৷ বর্তমানে ঐ ছাত্র খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/07/crime-scene-tape-1024x576.jpg)
ঘটনার বিবরণে প্রকাশ ছাত্রের চুল কাঁটা পছন্দ হয়নি বিদ্যালয় শিক্ষক দীপক ঘোষের৷ মাথার চুল বড় কেন এই নিয়ে বুধবার ও বৃহস্পতিবার দুই দিন ছাত্র আবির দাসকে মারধোর করে ঐ গুণধর শিক্ষক দীপক ঘোষ৷ বৃহস্পতিবার দিনও উনি শিক্ষকতার মাহাত্ম ভুলে গিয়ে রীতিমত শুম্ভামীতে নেমে আসেন৷ ঐ ছাত্রকে ক্লাস থেকে ডেকে নিয়ে চুলের মুঠি ধরে ঘাড় নুইয়ে পিঠে বেশ কিছু কিল-ঘুষি মারেন৷
তাতে সে প্রচন্ড ভাবে আহত হয়৷ সুকল ছুটির পর সে বাড়িতে চলে গেলেও বিষয়টি পরিবারের কাউকে জানায়নি ভয়ে৷ কিন্তু সন্ধ্যার পর তার শ্বাস কষ্ট শুরু হয় এবং শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে, শেষে ছাত্রের অভিভাবকরা বিষয়টি জানতে পেয়ে তাকে নিয়ে সঙ্গে সঙ্গে ছুটে যান খোয়াই জেলা হাসপাতালে, সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. দেবাশীষ সাহা তার শারীরিক পরীক্ষা নিরিক্ষা করার পর তাকে হাসপাতালে ভর্তি করান৷ এইদিকে বৃহস্পতিবার রাতেই অসুস্থ ছাত্রের পরিবারের তরফ থেকে খোয়াই থানায় ঐ শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সংসৃকতির শহর খোয়াইয়ে৷