নয়াদিল্লি, ৯ নভেম্বর (হি.স.): দীর্ঘ পাঁচ শতাব্দীর টানাপোড়েনের অবসান| শনিবার, ৯ নভেম্বর বিতর্কিত অযোধ্যা মামলার রায়দান করল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ| প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দিল, অযোধ্যার ২.৭৭ একর বিতর্কিত জমিতেই হবে রাম মন্দির| মুসলিমরা মসজিদ নির্মাণের জন্য অযোধ্যাতেই বিকল্প ৫ একর জমি পাবেন| বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণ করতে তিন থেকে চার মাসের মধ্যে ট্রাস্ট বানাতে হবে কেন্দ্রীয় সরকারকে| সুন্নি ওয়াকফ বোর্ডকে অন্যত্র ৫ একর বিকল্প জমি দেওয়া হবে| সুন্নি ওয়াকফ বোর্ডকে অযোধ্যার মধ্যেই বিকল্প ৫ একর জমি দিতে হবে কেন্দ্রকে|
এলাহাবাদ হাইকোর্টের রায়কে ‘ভুল’ আখ্যা দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিতর্কিত জমিকে তিন ভাগে ভাগ করে ভুল সিদ্ধান্ত নিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট| সর্বোচ্চ আদালতের সাংবিধানিক বেঞ্চ জানিয়েছে, ব্রিটিশরা আসার আগেও অযোধ্যার বিতর্কিত জমিতে যে হিন্দুরা পুজো করত, তার প্রমাণ পাওয়া গিয়েছে| সুপ্রিম কোর্ট জানিয়েছে, হিন্দুরা বিশ্বাস করেন অযোধ্যায় রাম জন্মভূমি রয়েছে| আবার মুসলিমরাও এখানে নমাজ পড়েন| জমির অধিকার কার, তা শুধুমাত্র আইন ঠিক করবে|’ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্টকেও মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট| খালি জমিতে মসজিদ তৈরি হয়নি| মসজিদের নীচে কাঠামো পাওয়া গিয়েছে| খননে যা পাওয়া গিয়েছে তা ইসলামিক চিহ্ন বহন করে না, মন্দিরের প্রমাণও পাওয়া যায়নি|
সুপ্রিম কোর্ট অযোধ্যা মামলার রায়দান করে জানিয়েছে, আইনি ভিত্তিতেই জমির মালিকানা স্থির করা উচিত| সুন্নি ওয়াকফ বোর্ড অধিকার দাবি করতে পারে না| শর্তসাপেক্ষে মূল বিতর্কিত জমি পাবে হিন্দুরা| ওই জমি পাবে ‘রাম জন্মভূমি ন্যাস’| কেন্দ্রকে তিন থেকে চার মাসের মধ্যে ট্রাস্ট গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট| বিতর্কিত জমি তুলে দেওয়া হবে বোর্ড অফ ট্রাস্টের হাতে| ট্রাস্টের তত্ত্বাবধানেই বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণ হবে| বিকল্প ৫ একর জমি পাবে সুন্নি ওয়াকফ বোর্ড|
সুপ্রিম রায়ের পরই নির্মোহী আখড়ার মুখপাত্র কার্তিক চোপড়া জানিয়েছেন, ‘দীর্ঘ ১৫০ বছর ধরে আমাদের লড়াইকে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট এ জন্য নির্মোহী আখড়া কৃতজ্ঞ|’ অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে সর্বভারতীয় মুসলিম পার্সোনাল আইন বোর্ডের পক্ষ থেকে জাফারিয়াব জিলানি জানিয়েছেন, ‘সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানাচ্ছি, কিন্তু রায়দান সন্তোষজনক নয়| কোথাও কোনও ধরনের প্রদর্শন করা উচিত নয়|’