BRAKING NEWS

সুদীর্ঘ সংগ্রামের পর অবশেষে মিলল ন্যায় : ভিএইচপি

নয়াদিল্ল, ৯ নভেম্বর (হি.স.) : অযোধ্যার মামলার রায়দানের দিনটিকে সমাধানের দিন হিসেবে আখ্যা দিয়েছে বিশ্বহিন্দু পরিষদ(ভিএইচপি)। দীর্ঘ সংঘর্ষ এবং অসংখ্য বলিদানের পর আজ সুপ্রিম কোর্ট ন্যায় করেছে বলে বিশ্বহিন্দু পরিষদের তরফে জানানো হয়েছে। পাশাপাশি রায়দানকে সত্যের জয় বলে আখ্যা দিয়েছেন।

শনিবার বিশহিন্দু পরিষদের কার্যকারি সভাপতি অলোক কুমার জানিয়েছেন, মন্দির নির্মাণের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে কেন্দ্রীয় সরকারের তৎপর হওয়া উচিত। দ্রুততার সঙ্গে এই মন্দির গড়ে তোলা হবে। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের (এএসআই) প্রামান্য রিপোর্ট সকলের সামনে এসেছে। এএসআইয়ের পাশাপাশি অন্য সংগঠনগুলির প্রচেষ্টা এবং বিশেষজ্ঞদের মতামতের উপর ভিত্তি করেই দেশের শীর্ষ আদালত এই রায় দিয়েছে। এই সকল সংগঠনের প্রতি নিজের কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন তিনি। দেশের সর্বোচ্চ আদালতকে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, ভারসাম্য বজায় রেখে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। এই রায়দানে কেউ হারেনি বা জেতেনি। প্রায় ৪৯১ বছরের সংগ্রাম এতদিনে সফল হল। ৭০ বছর ধরে গোটা পৃথিবীতে ছড়িয়ে থাকা হিন্দুরা এই রায়ের অপেক্ষায় ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *