নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৭ নভেম্বর ৷৷ দীর্ঘ কয়েকবছর ধরে উদয়পুর মহকুমার ছাতারিয়া হাইসুকলের শিক্ষক কৃষ্ণধন দাস শিক্ষকতার চাকুরি করার ফলে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে অভিভাবকদের মন জয় করে নিয়েছিলেন৷ ইতিমধ্যে বৃহস্পতিবার দিন বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা এসে জানতে পারে কৃষ্ণধন স্যারকে বিদ্যালয় থেকে বদলি হয়ে অন্য মহকুমায় চলে যেতে হচ্ছে৷ এতেই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা বিদ্যালয়ের শিক্ষক কৃষ্ণধন দাসের বদলি রদের দাবিতে শুরু করে আন্দোলন৷
শিক্ষক বদলির প্রতিবাদে ছাতারিয়া হাইসুকলের শিক্ষক অভিভাবকদের আন্দোলন এতটাই তীব্র ছিল যে কারোর কথাই তারা শুনতে চায়নি৷ এলাকার কিছু লোক এসে ছাত্র-ছাত্রীদের এবং অভিভাবকদের আন্দোলন বানচাল করার জন্য সব ধরনের চেষ্টা করে৷ এমনকি বিদ্যালয়ে লাগানো তালাগুলিকে ভাঙার জন্যও চেষ্টা করা হয়৷ ক্লাস রুমগুলি খুলে দেওয়া হয়৷ এতে অভিভাবক থেকে শুরু করে ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্ষোভ আরও চরম আকার ধারণ করে৷ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা সমস্ত ঘটনা শিক্ষা দপ্তরের পরিদর্শককে জানান৷
কিন্তু তারপরও শিক্ষা দপ্তরের কোন আধিকারিককে বিদ্যালয়ে এসে ছাত্র-ছাত্রীদের আন্দোলন নিয়ন্ত্রণে আনতে কোন ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি৷ এদিকে শিক্ষক কৃষ্ণধন দাস বিদ্যালয়ে আসামাত্র ভারপ্রাপ্ত শিক্ষিকা তাকে বদলির অর্ডার ধরিয়ে রিলিজ করে দেন৷ এতে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী সহ অভিভাবকরা ক্ষোভে ক্ষিপ্ত হয়ে উঠেন৷ শিক্ষক কৃষ্ণধন দাসকে রিলিজ না করার জন্য বহু অনুনয় করলেও এলাকার কিছু লোকের কারণে তাকে রিলিজ অর্ডার ধরিয়ে বিদ্যালয় থেকে চলে যেতে বাধ্য করে হয়৷ বিদ্যালয়ে মোট ছাত্র-ছাত্রী সংখ্যা ১২৭ জন৷ শিক্ষক-শিক্ষিকা ৯ জন৷ বিদ্যালয়ে বসার ব্যবস্থা নেই ক্লাসে প্রয়োজনীয় চেয়ার নেই৷ অথচ ছাত্রছাত্রীদের আন্দোলন ভেস্তে দেওয়ার জন্য একাংশ লোকজন যেভাবে মাঠে নামে তাতে তীব্র প্রতিক্রিয়ারও সৃষ্টি হয়৷