BRAKING NEWS

বিপর্যয় মোকাবিলায় ভারসাম্য বজায় রাখতে এসসিও হল সর্বোচ্চ মঞ্চ : অমিত শাহ

নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স.) :  বিপর্যয় মোকাবিলায় ভারসাম্য গড়ে তোলার জন্য সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) হচ্ছে সর্বোচ্চ মঞ্চ। এসসিও সদস্য গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠকে এমনই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শুক্রবার বিপর্যয় মোকাবিলা রোধে এসসিও-র দশম সম্মেলনে অমিত শাহ জানিয়েছেন, কিরগিজস্তানের রাজধানী বিশকেকের আয়োজিত এসসিও ১৯তম সম্মেলনে তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসসিও গোষ্ঠীভুক্ত দেশগুলি যৌথ মহড়ায় উপরও জোর দিয়েছিলেন। তিনি আরও জানিয়েছেন, ২০১৭ সালের আগস্টে বিপর্যয় মোকাবিলার জন্য যৌথ মহড়া করার প্রস্তাব ভারত দিয়েছিল। যা আজ পূর্ণতা পেল।

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছে, আগামী চারদিন পর্যন্ত চলা এসসিও গোষ্ঠীভুক্ত দেশগুলির বিপর্যয় মোকাবিলার মহড়ায় আদান প্রদানের মধ্যে সাফল্য  আসবে। এই গোষ্ঠীভুক্ত দেশগুলির বিশ্বের ২০ শতাংশ জমির অধিকারি এবং বিশ্বের ৪০ শতাংশ মানুস এই গোষ্ঠীভুক্ত দেশগুলিতে বসবাস করে। বিপর্যয় মোকাবিলা বাহিনী আরও সুদক্ষ হয়ে উঠবে। এখন ভূমিকম্প, বন্যা, জলবায়ু পরিবর্তনে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার সঙ্গে মোকাবিলা করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করা প্রয়োজন। আগামী দিনে যে কোনও প্রাকৃতিক বিপর্যয় আগাম তথ্যও এই গোষ্ঠীর মাধ্যমে পাওয়া যাবে। শহরাঞ্চলে ভূমিকম্প হলে তার সঙ্গে মোকাবিলা কি ভাবে করা যায়, তা এই যৌথ মহড়ার মাধ্যমে প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *