BRAKING NEWS

জোড়-বিজোড় নীতিকে চ্যালেঞ্জ : সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি.স.): ‘দূষিত’ দিল্লিতে গত সোমবার থেকে চালু হয়েছে জোড়-বিজোড় নীতি| গত সোমবার (৪ নভেম্বর) থেকে চালু হওয়া জোড়-বিজোড় নীতি আগামী ১৫ নভেম্বর পর্যন্ত চালু থাকবে| বৃহস্পতিবার চতুর্থ দিনে পড়েছে জোড়-বিজোড় নীতি| নিয়ম লঙ্ঘন করায় তৃতীয় দিনেই (ৱুধবার) ৪০৬টি চালান কেটেছে দিল্লি ট্র্যাফিক পুলিশ| এবার অরবিন্দ কেজরিওয়াল সরকারের জোড়-বিজোড় নীতিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা|

জোড়-বিজোড় নীতি আসলে ‘যানবাহনের অবৈধ শ্রেণিবিন্যাস’, জোড়-বিজোড় নীতিকে যানবাহনের অবৈধ শ্রেণিবিন্যাস অ্যাখ্যা দিয়ে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা করেছেন সঞ্জীব কুমার নামে একজন ব্যক্তি| আবেদনে উল্লেখ করা হয়েছে, জোড়-বিজোড় নীতি অসাংবিধানিক এবং ক্ষমতার অপব্যবহার| জোড়-বিজোড় নীতি অবিলম্বে বাতিল করারও আবেদন জানিয়েছেন তিনি| প্রসঙ্গত, সিএনজি যানবাহনকে জোড়-বিজোড় নীতি থেকে ছাড় দেয়নি দিল্লি সরকার| দিল্লি সরকারের মতে, দিল্লিতে সিএনজি যানবাহনের সংখ্যা সর্বাধিক এবং সিএনজি গাড়ির জন্যই রাস্তায় যানজটের সৃষ্টি হয়| তবে, মোটরবাইককে জোড়-বিজোড় নীতি থেকে ছাড় দেওয়া হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *