BRAKING NEWS

সেনাবাহিনীকে সম্মান করা মানে দেশকে শ্রদ্ধা করা : ত্রিবেন্দ্র সিং রাওয়াত

দেহরাদুন(উত্তরাখণ্ড), ৪ নভেম্বর (হি.স.) : সর্বাগ্রে সেনা জওয়ানদের সম্মান করা উচিত। জওয়ানদের সম্মান করার অর্থ হচ্ছে দেশকে সম্মান করা বলে জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত।

সোমবার দেহরাদুনের রাজ্য প্রতিষ্ঠা সপ্তাহ উপলক্ষ্যে ‘মেরা সৈনিক মেরা অভিমা’ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনী শৌর্য ও পরাক্রমের পরিচয় দিয়ে দেশের সম্মান বৃদ্ধি করেছে। প্রতিকূল পরিস্থিতি থাকা সত্বেও কার্গিল যুদ্ধ জয় করেছিল ভারতীয় সেনা। ক্ষমতাকে বরাবর সম্মান করেছে সবাই। যে দেশের সেনাবাহিনী ক্ষমতাবান, তাদের গোটা বিশ্ব সম্মান করে। পাঁঠাকে বলি দেওয়া হয়। বাঘকে নয়। সেনাবাহিনী ক্ষমতাবান হলেই দেশ শক্তিশালী হবে। যুদ্ধ অস্ত্র ও শাস্ত্র দিয়েই জেতা যায়।

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্তির প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৩৭০ ধারা বিলুপ্তির ফলে খোলা হাওয়ায় নিঃশ্বাস নিতে পারছে জম্মু ও কাশ্মীর। উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে কাশ্মীর। এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করে যে আগামীদিনে রাজ্য সরকার সৈন্য ধাম গড়ে তুলবে। ৬০ বিঘা জমির উপর এই ধাম গড়ে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *