BRAKING NEWS

বিধ্বংসী অগ্নিকাণ্ড দিল্লিতে : ভস্মীভূত রেক্সিন ও কাপড়ের চার-তলা ফ্যাক্টরি, আহত ৩ জন দমকল কর্মী

নয়াদিল্লি, ৪ নভেম্বর (হি.স.): গভীররাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড রাজধানী দিল্লিতে। রবিবার গভীররাতে দিল্লির পীরাগার্হি এলাকায় অবস্থিত একটি চার-তলা ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে। আগুনের লেলিহান শিখায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে রেক্সিন এবং কাপড়ের চার-তলা ওই ফ্যাক্টরি। আগুন নেভানোর সময় বহুতলের একাংশ ভেঙে আহত হয়েছেন ৩ জন দমকল কর্মী। আহত অবস্থায় ৩ জন দমকল কর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে আগুনের সূত্রপাত, তা তদন্ত করে দেখা হচ্ছে। আহত দমকল কর্মীদের নাম হল-সমর্থলাল মীনা, পরভেশ এবং ধরমবীর।

পুলিশ ও দমকল সূত্রের খবর, রবিবার গভীররাতে পশ্চিম দিল্লির পীরাগার্হি এলাকায় অবস্থিত একটি চার-তলা ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী বেশ কয়েকটি বহুতলে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের মোট ২৮টি ইঞ্জিন। ততক্ষণে আগুন আরও ছড়িয়ে পড়ে। আগুন এতটাই দ্রুত ছড়িয়ে পড়ে যে দমকল কর্মীদের আগুন নেভানোর সময় যথেষ্ট বেগ পেতে হয়। দমকল সূত্রের খবর, আগুন নেভানোর সময় ভোররাত ২.৩০ মিনিট ভেঙে পড়ে বহুতলের একাংশ, তখনই আহত হয়েছেন ৩ জন দমকল কর্মী। আহত অবস্থায় ৩ জন দমকল কর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের অক্লান্ত পরিশ্রমের পর সোমবার সকালে আয়ত্তে এসেছে আগুন। পুলিশ সূত্রের খবর, বিধ্বংসী আগুনে চার-তলা ফ্যাক্টরিটি পুড়ে গিয়েছে। তাই প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই আগুনের সূত্রপাত। দিল্লি দমকলের প্রধান অতুল গর্গ জানিয়েছেন, বিধ্বংসী আগুনে সংলগ্ন বহুতলও ক্ষতিগ্রস্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *