BRAKING NEWS

আইনজীবীদের ধর্মঘটের জেরে পিছিয়ে গেল চিদাম্বরমের জামিন আবেদনের শুনানি

নয়াদিল্লি, ৪ নভেম্বর(হি.স.) : আইএনএক্স মিডিয়া মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের জামিন আবেদনের শুনানি পিছিয়ে গেল৷ তিস হাজারি আদালতে   পুলিশ-আইনজীবী সংঘর্ষের ঘটনায় সোমবার আইনজীবীরা ধর্মঘটের ডাক দেয়৷ যার জেরে জামিন আবেদনের মামলার শুনানি হল না৷ এই মামলার শুনানি পরবর্তী শুনানি আগামী ৬ নভেম্বর হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে৷

কেন্দ্রীয় প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের জামিন আবেদনের আগেই বিরোধিতা করেছে ইডি৷ তারা জানিয়েছে, এই মামলার গুরুত্ব অনেক বেশি থাকায় পি চিদাম্বরমকে যেন কোনও ভাবে জামিন না দেওয়া হয়৷ জামিনের বিরোধিতা করে আরও জানিয়েছে, এটা ভাবা ভুল যে চিদাম্বরমের বিরুদ্ধে কোন মামলা দায়ের করা যাবে না৷ গত ১ নভেম্বর আদালত তার স্বাস্থ্যের উপর বিচার করে আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়৷  এইমস হাসপাতালের পক্ষ থেকে মেডিকেল বোর্ডের রিপোর্টে জানানো হয়, পি চিদম্বরমের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল৷ তাকে হাসপাতালে ভর্তি করার কোন প্রয়োজন নেই৷ গত ৩০ অক্টোবর আদালত ১৩ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়৷ সিবিআইয়ের পক্ষ থেকে দায়ের করা মামলায় সুপ্রিম কোর্ট জামিন দিলেও ইডি মামলায় তিনি এখনও জামিন পাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *