৩৭০ ধারা বিলুপ্তি সাহসী পদক্ষেপ ছিল : প্রধানমন্ত্রী

ব্যাংকক, ২ নভেম্বর (হি.স.) : জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্ত করা কেন্দ্রের সাহসী পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দাঁড়িয়ে তিনি আরও জানিয়েছেন, ৩৭০ ধারার জন্য জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ এবং বিচ্ছিন্নতাবাদ বেড়ে গিয়েছিল। ৩৭০ ধারা বিলুপ্ত সরকারের সাহসী পদক্ষেপের মধ্যে অন্যতম। কারণ আগে এমন কাজ করে দেখানোর চিন্তাও কেউ করতে পারত না।

এদিন ব্যাংককে প্রবাসী ভারতীয়দের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ৩৭০ ধারা বিলুপ্ত করার সিদ্ধান্তকে গোটা বিশ্ব স্বাগত জানিয়েছে। সিদ্ধান্ত ও ইচ্ছা যদি সঠিক হয় তবে গোটা বিশ্ব তাকে স্বাগত জানায়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিপুল জনাদেশ পাওয়ার সম্পর্কে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, সদস্য সমাপ্ত লোকসভা নির্বাচনে আগের থেকে বেশি মানুষ কেন্দ্রে শাসকদলের পক্ষে ভোট দিয়েছে। এর কারণ ব্যাখ্যা করে তিনি জানিয়েছেন, যারা কাজ করতে চায়, তাদের জনগণ আগামীদিনেও কাজ করার সুযোগ করে দেয়। ফাঁকিবাজদের পছন্দ করছে না জনগণ। সাধারণ মানুষের আশা ও আকাঙ্খাকে সম্মান জানিয়ে কাজ করে যাওয়ার ফলে দেশ সেই সকল লক্ষ্য পূরণ করতে পারছে, যা আগে কেউ ভাবতে পারেনি। যা অসম্ভব মনে হতো, তা সম্ভব করে দেখানো হয়েছে।

এদিন সভাঘরে যখন প্রধানমন্ত্রী ৩৭০ ধারার উল্লেখ করেন তখন গোটা সভাঘর করতালিতে মুখোরিত হয়ে ওঠে, তা দেখে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই অভিবাদনের মাধ্যমে ভারতীয় সংসদকে সম্মান জানানো হল। এদিন নিজের ভাষণে গুরুনানকের ৫৫০তম প্রকাশ পর্বের কথাও উল্লেখ করেন । পাশাপাশি বিখ্যাত তামিল কবি তিরুবল্লভুরের রচনা তিরুক্কুলরের উল্লেখ করেন।

এদিন নিজের ভাষণে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কাজও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, গোটা বিশ্বে ভারত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। যা গোটা বিশ্ববাসী অনুভব করতে পারছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *