নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷ পূর্ত ঘোটালায় প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক বাদল চৌধুরীকে হাসপাতাল থেকে তুলে এনে লকআপে রাখার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সিপিএম রাজধানী আগরতলায় বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে বুধবার বিকালে৷ এই মিছিলে নেতৃত্ব দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার৷ তাছাড়াও মিছিলে ছিলেন প্রাক্তন বিধায়ক পবিত্র কর, বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর সহ সিপিএমের রাজ্য নেতৃত্বরা৷ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রম করে প্যারাডাইস চৌমুহনীতে এক পথসভায় মিলিত হয়৷
পথসভায় বক্তব্য রাখেন সিপিএম রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাশ সহ অন্যান্যরা৷ বক্তারা এদিন, বিজেপি-আইপিএফটি জোট সরকারের বিরুদ্ধে তীব্র বিষোদ্গার করেন৷ বক্তাদের অভিযোগ বাদল চৌধুরীকে আগরতলায় একটি বেসরকারী হাসপাতাল থেকে জোর করে তুলে নিয়ে আসে পুলিশ৷ হাসপাতালে বাদল চৌধুরীর স্ত্রীর সাথেও অসৌজন্যমূলক আচরণ করেছে বলে অভিযোগ৷
থানায় নিয়ে যাওয়ার পর বাদল চৌধুরীর সাথে অমানবিক আচরণ করা হয়েছে৷ যখন বাদল চৌধুরীকে থানায় নিয়ে যাওয়া হয় তখন আদালতে জামিনের আবেদনের উপর শুনানী চলছিল৷ সিপিএম নেতৃত্বের আরও অভিযোগ বিজেপি জোট সরকার ষড়যন্ত্র করে বাদল চৌধুরীকে হেনস্থা করছে৷