BRAKING NEWS

যুব সমাজকে সর্দার প্যাটেলের পদচিহ্ন চলার পরামর্শ দিলেন অমিত শাহ

নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.) : সর্দার বল্লভভাই প্যাটেল এমন এক ব্যক্তিত্ব যিনি ভাষণে নন। নিজের কাজের জন্য বিখ্যাত ছিলেন। তাঁর পদচিহ্নে চলা উচিত দেশের তরুণ প্রজন্মের। বৃহস্পতিবার দিল্লি পুলিশের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর স্মৃতিচারণা করে এমনই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এদিন নিজেদের নতুন প্রধান কার্যালয় পেল দিল্লি পুলিশ। এদিন এই নতুন কার্যালয়ের উদ্বোধন করেন অমিত শাহ। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ৭০ বছর পর নিজের বাড়ি পেল দিল্লি পুলিশ। সর্দার বল্লভভাই প্যাটেলের স্মরণে গোটা দেশজুড়ে রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হচ্ছে। উদ্বোধনের জন্য এর থেকে ভাল দিন আর হয় না। অভ্যন্তরীণ নিরাপত্তা সুদৃঢ় করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান অগ্রাধিকার। বাটলা হাউজ এনকাউন্টারে শহিদ হওয়া পুলিশকর্মীদের শ্রদ্ধা জানান তিনি। নতুন কার্যালয় পাওয়ার পাশাপাশি আরও বেশি বড় লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে দিল্লি পুলিশ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি।

দিল্লি পুলিশের নতুন কার্যালয়টি আট একর জমির উপর গড়ে তোলা হয়েছে। ১৭ তলা এই কার্যালয়ে রয়েছে অত্যাধুনিক সু্যোগ সুবিধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *