পূর্ত ঘোটালায় পূর্বতন মুখ্যমন্ত্রীর নীরবতায় উদ্বেগ প্রকাশ আইনমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ পূর্ত ঘোটালা বিষয়ে আরও অনেককিছু বেরিয়ে এসেছে৷ ঘটনা সম্পর্কে তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার এখনও পর্যন্ত কেন মুখ লুকোচ্ছেন এবং কুম্ভকর্নের নিদ্রায় নিদ্রিত সেই প্রশ্ণ তুলেছেন শিক্ষামন্ত্রী তথা আইনমন্ত্রী রতন লাল নাথ৷


মঙ্গলবার মহাকরণে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই মতামত ব্যক্ত করেছেন রতন বাবু৷ মহাকরণে মঙ্গলবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে শিক্ষা ও আইন দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ বলেন, ২০০৮-২০০৯ অর্থ বছরে মোট ৪৬টি ব্রীজ এক সাথে প্যাকেজ করে ২২৪ কোটি ৪৮ লক্ষ ৩৯ হাজার টাকা এবং ২৮টি রিল্ডিংকে এক সাথে প্যাকেজ করে ১২২ কোটি ১৮ লক্ষ ৫৯ হাজার টাকা এবং ৭টি রাস্তাকে এক সাথে প্যাকেজ করে ২৯১ কোটি ২৪ লক্ষ টাকার অনুমোদন দেওয়া হয়৷


এই তিনটি প্যাকেজ ব্রীজ প্যাকেজ, বিল্ডিং প্যাকেজ এবং রুট প্যাকেজ মোট ৬৩৮ কোটি ৩০ লক্ষ ৩৮ হাজার টাকার কাজ গুলিকে একত্রীকরণ করে তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে কেবিনেট মিটিং করে ৩১/০৫/২০০৮ এ সিদ্ধান্ত নেওয়া হয়৷ তাতে বলা হয় পিডব্লিউ এই কাজগুলি দেশের স্বনামধন্য নির্মাণকারী সংস্থাকে দিয়ে করাতে পারবে৷ এই প্রথম এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়৷ ইতিপূর্বে এ ধরনের পদ্ধতিতে এ ধরনের কোন কাজ হয়নি বলে উল্লেখ করেন আইনমন্ত্রী রতন লাল নাথ৷
তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার ৬৩৮ কোটি ৩০ লক্ষ ৩৮ হাজার টাকার কাজ কেন প্যাকেজ করলেন সেটা কারোর বোধগম্য হচ্ছে না বলে তিনি উল্লেখ করেন৷ রাজ্যে অসংখ্য ঠিকেদার রয়েছে৷ এই কাজগুলিকে যদি পৃথক পৃথকভাবে দেওয়া হতো আরও দ্রুত কাজ গুলো সম্পন্ন হতে পারতো বলে তিনি উল্লেখ করেন৷ আইনমন্ত্রী রতন লাল নাথ বলেন, মানিকবাবু যে উদ্দেশ্যে কাজগুলি দিয়েছিলেন সেই উদ্দেশ্য এখনও পর্যন্ত সকল হয়নি৷ এখনও পর্যন্ত সেই কাজ অসম্পন্ন রয়েছে বলে জানান রতনবাবু৷ প্যাকেজ করে কাজগুলি পরিকল্পিতভাবে দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *