BRAKING NEWS

বাংলাদেশ থেকে সীমান্ত ডিঙ্গিয়ে এপারে এসে দামাল হাতির তান্ডব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷ খাদ্যের সন্ধানে সীমান্ত ডিঙ্গিয়ে এপারে এসে বাড়িঘর, ফসল তছনছ করে দিল দামাল হাতি৷ ওই হাতির তান্ডবে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার বৈঠাংবাড়ি এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে৷ অবশ্য, গ্রামবাসীরা ওই হাতিকে আটক করে বন দপ্তরের হাতে তুলে দিয়েছে৷ আজ বিকেলে বিজিবি ও বিএসএফের আধিকারিকদের মধ্যে ক্ষয়ক্ষতি নিয়ে পতাকা বৈঠক হয়েছে৷ ওই বৈঠকে স্থির হয়েছে হাতির মালিক ক্ষয়ক্ষতি মিটিয়ে দেবেন৷


মঙ্গলবার রাতে বাংলাদেশ সীমান্ত ডিঙ্গিয়ে বৈঠাংবাড়ি এলাকায় ঢুকে পড়ে ওই দামাল হাতি৷ খাবারের সন্ধানেই তার এপারে আসা তা অনেকটাই স্পষ্ট হয়েছে৷ কিন্তু বৈঠাংবাড়ি এলাকায় কয়েকটি বাড়িঘর, ফসল ও ধানের জমি নষ্ট করে দিয়েছে ওই হাতি৷ হাতির তান্ডবে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ শেষে স্থানীয় জনগণ একত্রিত হয়ে ওই হাতিটিকে ধরে ফেলেন৷ তাকে বেঁধে রেখে পানিসাগর বন দপ্তরে খবর দেন স্থানীয়রা৷


এদিকে, সীমান্ত ডিঙ্গিয়ে এপারে এসে বাড়িঘর তছনছ এবং ফসল নষ্ট করার ঘটনায় স্থানীয় জনগণ বিএসএফের কাছে ক্ষতিপূরণ দাবি করেন৷ তাতে, বিএসএফ ও বিজিবি এই ঘটনায় পতাকা বৈঠক করেন৷ বিকেল পাঁচটা নাগাদ দুই সীমান্ত রক্ষী বাহিনীর আধিকারিকরা বৈঠকে স্থির করেন হাতির মালিক ক্ষতিপূরণ মিটিয়ে দেবেন৷ স্থানীয় জনগণ প্রচুর টাকা ক্ষতিপূরণ দাবি করলেও হাতির মালিক ৬৫ হাজার টাকা ক্ষতিপূরণবাবদ মিটিয়ে দেবেন বলে স্থির করা হয়েছে৷ জানা গেছে, আগামীকাল সকালে ফের দুই সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা বৈঠক করে কিভাবে ক্ষতিপূরণের টাকা ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হবে তা স্থির করবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *