গুয়াহাটি, ২৮ অক্টোবর (হি.স.) : গত তিনদিনের প্রবল বৃষ্টিপাতের ফলে কপিলি, হরলংফার, বড়পানি, ধনশিরি ইত্যাদি নদীর জলস্তর বেড়ে যাওয়ায় সংশ্লিষ্ট বিস্তীর্ণ এলাকা অকাল বন্যার কবলে পড়েছে। কয়েকটি জায়গায় রেল লাইন এবং রেলসেতুর ওপর দিয়ে বন্যার জল প্রবাহিত হওয়ায় শতাব্দি এক্সপ্রেস-সহ বেশ কয়েকটি ট্রেন বাতিল করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের লামডিং ডিভিশনের বাণিজ্য শাখার ম্যানেজার অশোককুমার দে এই খবর দিয়ে জানান, উজানগামী (ডিব্রুগড়) যাত্ৰীবাহী সব ট্রেন চলাচল বাতিল করা হয়েছে৷ বোকাজান এবং চুঙাজানের মধ্যবর্তী ২৪৩ নম্বর রেলসেতুর ওপর দিয়ে ধনশিরি নদীর জল প্রবাহিত হচ্ছে হলে জানান বাণিজ্য ম্যানেজার অশোক দে। তিনি জানান, যাত্ৰীদের নিরাপত্তার প্ৰতি লক্ষ্য রেখে ট্রেনগুলি বাতিল করার সিদ্ধান্ত গ্ৰহণ করা হয়েছে৷ তাছাড়া, গতকাল রাত প্রায় নয়টা পঞ্চান্ন মিনিট থেকে ডিব্রুগড়গামী দুটি যাত্রীবাহী ট্রেন ফারকাটিং জংশনে আটকে রাখা হয়েছে। অন্যদিকে বেশ কয়েকটি ট্রেন লামডিঙে আটকে রাখার পাশাপাশি বেশ কয়েকটি ট্রেনের গতিপথ বদলে দিয়েছেন রেল কর্তৃপক্ষ।
লামডিং ডিভিশনের বাণিজ্য শাখার ম্যানেজার অশোককুমার দে জানান, ১৩২৮২ রাজেন্দ্ৰনগর এক্সপ্ৰেস ডিমাপুরে, ৫৫৯০২ তিনসুকিয়া-লামডিং যাত্ৰীবাহী ট্রেন বড়পথারে, ১৫৭১৭ মরিয়নি স্পেশাল বোকাজানে, ১৫৯৫৯ কামরূপ এক্সপ্ৰেস এবং ১৪০৫৬ ব্ৰহ্মপুত্ৰ এক্সপ্ৰেস লামডিঙে আটকে রাখা হয়েছে৷ তাছাড়া ৫৫৯০১ লামডিং-তিনসুকিয়া যাত্ৰীবাহী ট্রেন এবং ১৫৬০৩ গুয়াহাটি-লিডু ইন্টারসিটি এক্সপ্ৰেস বাতিল করা হয়েছে বলেও জানান রেল দফতরের শীৰ্ষ আধিকারিক৷