নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.) : যে কোনও সঙ্কটজনক পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম ভারতীয় নৌবাহিনী। দিল্লিতে নৌবাহিনী তিনদিনের কম্যান্ডার সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মঙ্গলবার এমনই জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
এদিন রাজনাথ সিং জানিয়েছেন, নৌবাহিনীর নজরদারিতে দেশের সমুদ্র পথ পুরোপুরি সুরক্ষিত। ২৬ / ১১ মতো সন্ত্রাসবাদী হামলা আগামীদিনে যাতে না নয়, তা সুনিশ্চিত করেছে নৌবাহিনী। পাশাপাশি নৌবাহিনীর যাবতীয় সমরাস্ত্র যাতে ভারতে নির্মাণ করা হয় তাও সুনিশ্চিত করা হয়েছে। ভারত কখনও অন্য কোনও দেশের উপর হামলা চালিয়ে তাদের ভূমি দখল করেনি। কিন্তু শত্রুপক্ষে সমস্ত রকমের নাশকতার ছক বানচাল করতে সক্ষম ভারতীয় সেনা।
উল্লেখ করা যেতে পারে নৌসেনা কম্যান্ডার সম্মেলন ২০১৯ গুরুত্বপূর্ণ নীতিগত বিষয় নিয়ে আলোচনার মঞ্চ। প্রতি দুই বছর অন্তর এই সম্মেলন আয়োজন করা হয়।