BRAKING NEWS

সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন পাবে জম্মু ও কাশ্মীর এবং লাদাখের কর্মচারিরা

নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.) : সপ্তম বেতন কমিশনের আওতায় নিয়ে আসা হবে জম্মু ও কাশ্মীর এবং লাদাখের সরকারি কর্মচারিদের। আগামী ৩১ অক্টোবর কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হবে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। সেই দিন থেকেই সপ্তম বেতন কমিশনের আওতায় চলে আসবে দুই কেন্দ্রীয় শাসিত অঞ্চলের সরকারি কর্মচারিরা।

সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হলে এর থেকে উপকৃত হবে সেখানে কর্মরত ৪.৫ লক্ষ সরকারি কর্মচারি। মঙ্গলবার ইতিমধ্যেই এই বিষয়ে মঞ্জুরি দিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এর জন্য প্রতি বছর বাড়তি ৪৮০০ কোটি টাকা খরচ হবে কেন্দ্রের। সপ্তম বেতন কমিশন কার্যকর হলে মাইনের মধ্যে বিভিন্ন ভাতা পাবে সরকারি কর্মচারিরা। এর মধ্যে রয়েছে সরকারি কর্মচারিদের সন্তানের শিক্ষা ভাতা, ভ্রমণ ভাতা, এলটিসি, স্বাস্থ্য ভাতা। প্রতি বছর সন্তানদের শিক্ষা ভাতার জন্য খরচ হবে ৬০৭ কোটি টাকা, হোস্টেল ভাতার জন্য খরচ হবে ১৮২৩ কোটি, ভ্রমণ ভাতা ১২০০ কোটি, এলটিসি ১০০০ কোটি, ফিক্সিড মেডিক্যাল অ্যালাওয়েন্স ১০৮ কোটি টাকা খরচ হবে। কেন্দ্রের এই সিদ্ধান্ত খুশি উপত্যকার কর্মচারিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *