নয়াদিল্লি, ১৯ অক্টোবর (হি.স.) : মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভা ভোটের পাশাপাশি মোটের উপর শান্তিতেই শেষ হল ১৮টি রাজ্যের ৫১টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোটগ্রহণ | বিধানসভা উপনির্বাচনে আজ দিনের শেষে সবচেয়ে বেশি ভোট পড়েছে অরুনাচল প্রদেশে | সেখানে ভোটের হার ৯০.৭৪ শতাংশ | অন্যদিকে আজ সবচেয়ে কম ভোট পড়েছে উত্তরপ্রদেশে | সেখানে ভোটের হার ৪৫.০৪ শতাংশ এছাড়াও এদিন বিহারের সমস্তীপুর এবং মহারাষ্ট্রের সাতারা লোকসভা আসনেও উপনির্বাচনের গ্রহণ হয় |
লোকসভা ভোটের পর ফের ভোট গ্রহণ হল দেশের একাধিক রাজ্যে | সোমবার বিহারের সমস্তীপুর এবং মহারাষ্ট্রের সাতারা এই দুটি লোকসভা আসনেও উপ-নির্বাচনে গ্রহণ হয় | আজ আন্যান্য কেন্দ্রের সঙ্গে সকাল ৭ তা থেকে ভোট গ্রহণ হয় আজ দিনের শেষে বীহারের সমস্তীপুরের ভোট পড়ে ৪৪.৬৮ শতাংশ |এই কেন্দ্রে লোক জনশক্তি পার্টির সাংসদ রামচন্দ্র পাসওয়ানের মৃত্যুর কারণে এই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয় আজ । অন্যদিকে, ৬০.৭৫ শতাংশ | সাতারা থেকে এনসিপি সাংসদ উদয়নরাজ ভোসলে পদত্যাগের কারণে এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হল আজ | এদিন দুইটি কেন্দ্রেই শান্তিতে ভোট গ্রহণ হয়|
এছাড়া আজ ১৮টি রাজ্যের ৫১টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোটগ্রহণ করা হয় | এদিন ভোটগ্রহণ হয় কর্ণাটকের, উত্তরপ্রদেশ, বিহার গুজরাত, মধ্যপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাব, অসম, কেরল, মেঘালয়, ওডিশা, পুডুচেরি, সিকিম, তামিলনাড়ু, তেলেঙ্গানা, ছত্তিশগড়, অরুণাচল প্রদেশ এবং হিমাচলপ্রদেশে বিধানসভা আসনে | আজ শেষ পাওয়া খবর অনুযায়ী অরুনাচল প্রদেশে ভোট পড়েছে হার ৯০.৭৪ শতাংশ,
অসমে ৭৪.১৪ শতাংশ বিহারে ৪৯.৫০ শতাংশ, গুজরাটে ৫০.৩৫ শতাংশ হিমাচল প্রদেশে ৬৭.৯৭ শতাংশ, কেরলে ৬৪.৯৯ শতাংশ, মধ্যপ্রদেশে ৫৬.৬২ শতাংশ, মেঘালয়ে ৭৯.৮৩ শতাংশ, ওড়িশায় ৭২ শতাংশ, পাঞ্জাবে ৬০.৫৯ শতাংশ রাজস্থানে ৬৪.২৫ শতাংশ, সিকিমে ৬৯.৫৫ শতাংশ, তামিলনাড়ুতে ৬৮.৮৭ শতাংশ, উত্তরপ্রদেশে ৪৫.০৪ শতাংশ, ছত্তিসগড়ে ৭৪.৩৯ শতাংশ, তেলেঙ্গানায় ৮২.২৩ শতাংশ এবং পুডুচেরীতে ভোট পড়েছে ৬৬.৯৫ শতাংশ |
উল্লেখ্য, আজ দু একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে | আজ অসমের করিমগঞ্জ জেলার অন্তর্গত ১ নম্বর রাতাবাড়ি বিধানসভা উপনির্বাচনে আজ বুথ দখল করতে গিয়ে সিআরপিএফ-এর মারে গুরুতর আহত হয়েছেন সাংসদ কৃপানাথ মালা ঘনিষ্ঠ প্রণব মুখার্জি। জানা গিয়েছে, পাতিয়ালা গ্রাম পঞ্চায়েতের ১০৪ নম্বর ভোট গ্রহণ কেন্দ্রে বুথ দখলে গিয়েছিলেন প্রণব। শাসক দলের কর্মী হওয়ার সুবাদে বলপূর্বক বুথ দখলের চেষ্টা করেন প্রণব মুখার্জি। উপস্থিত জনতা প্রতিবাদ করলে কর্তব্যরত সিআরপিএফ জওয়ানরা প্রণবকে আইন বহির্ভূত কাজ না করার অনুরোধ জানান। কিন্তু বেপরোয়া প্রণব নিরাপত্তা রক্ষীদের কথায় কোনও পাত্তা না দেওয়ায় ক্ষুব্ধ জওয়ানরা উত্তমমধ্যম দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেন। রাতাবাড়ি পুলিশ প্রণবকে গ্রেফতার করে নিয়ে যায়। ভর্তি করা হয় চরগোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। কিন্ত মাথায় ও হাতে জখম গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ডা, আবু খান উন্নত চিকিৎসার জন্য তাঁকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।
অন্যদিকে, কেরলেন বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাতের জেরে এরনাকুলামে ভোট গ্রহণ পদ্ধতি ব্যহত হয়। আবহাওয়া দফতর থেকে প্রবল বৃষ্টিপাতে সঙ্গে ১২টি জেলায় অরেঞ্জ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উপনির্বাচন ঘিরে ভোটের পরিবেশ মোটের উপর শান্তিপূর্ণ ছিল বলেই নির্বাচন কমিশনের খবর | অন্য দুই রাজ্যের সঙ্গে উপ নির্বাচনের ও ভোটের ফল ঘোষণা হবে আগামী ২৪ অক্টোবর |