নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৭ অক্টোবর৷৷ শিক্ষক বদলিকে কেন্দ্র করে তেলিয়ামুড়া কাজী নজরুল বিদ্যাভবনে ছাত্রছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করেছে৷ আজ তারা বিদ্যাভবনের অফিসে তালা ঝুলিয়ে দেন৷ শুধু তাই নয়, ক্ষোব্দ ছাত্রছাত্রীরা বিদ্যাভবনের পাশের বাড়িঘরের বাউন্ডারি বেড়া ভেঙে তাতে আগুন ধরিয়ে দেন৷ অবশেষে তেলিয়ামুড়া মহকুমা শাসক এবং তেলিয়ামুড়া থানার ওসির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ তাঁদের অনুরোধে ছাত্রছাত্রীরা আন্দোলন প্রত্যাহার করেন এবং অফিসের তালা খুলে দেন৷

আজ তেলিয়ামুড়া মহকুমার কাজী নজরুল বিদ্যাভবনের বায়োলজির শিক্ষক দীপক দেবের বদলির নোটিশ আসতেই ছাত্রছাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন৷ ক্ষোব্ধ ছাত্রছাত্রীরা বিদ্যাভবনের অফিসে তালা ঝুলিয়ে দেন৷ তারা এখানেই থেমে থাকেননি৷ ক্ষোব্ধ ছাত্রছাত্রীরা বিদ্যাভবনের পাশের বাড়িঘরের বাউন্ডারি বেড়া ভেঙে তাতে আগুন ধরিয়ে দেন৷ পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠায় বিদ্যাভবনের জনৈক শিক্ষক পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেন৷
খবর পেয়ে দমকল বাহিনী ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন৷ এরই মধ্যে তেলিয়ামুড়া থানার ওসি এবং তেলিয়ামুড়া মহকুমা শাসকও বিদ্যাভবনে ছুটে আসেন৷ তাঁরা ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন এবং আন্দোলন প্রত্যাহারের অনুরোধ জানান৷ তাদের অনুরোধে ছাত্রছাত্রীরা আন্দোলন প্রত্যাহার করে নেন এবং অফিসের তালা খুলে দেন৷ কিন্তু, ওই শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহার না করা হলে আবারো তারা আন্দোলনে নামবেন বলে হুশিয়ারি দিয়েছেন৷

