নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷ হোস্টেলের খাবার খেয়ে ১৪ জন ছাত্রী গুরুতর অসুস্থ হয়েছেন৷ তাদের হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা ১২ জন ছাত্রীকে ছেড়ে দিয়েছেন৷ তবে দুজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন৷
বৃহস্পতিবার রাতে ঊনকোটি জেলার কৈলাসহর এএনএম ট্রেনিং ইন্সটিউটের হোস্টেলের খাবার খেয়েই ছাত্রীরা অসুস্থ হয়েছেন৷ ওই হোস্টেলে ২০ জন নার্সিং পড়ুয়া ছাত্রী রয়েছেন৷ তাদের মধ্যে গতকাল রাতের খাওয়ার পর ১৪ জন ছাত্রী পেটে মারাত্মক ব্যথা অনুভব করেন৷ সঙ্গে সঙ্গে হোস্টেল সুপারের কাছে বিষয়টি জানানো হলে তিনি তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন৷ রাত ৮টা নাগাদ ওই ১৪ জন ছাত্রীকে কৈলাসহর আরজিএম মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
এ বিষয়ে ট্রেনিং ইন্সটিউটের প্রিন্সিপাল পূর্ণিমা দাস জানান, রাজ্য সরকার শুধু রাঁধুনির খরচ প্রদান করে৷ বাকি সমস্ত খরচ হোস্টেল ফি থেকে ব্যবস্থা করা হয়৷ তিনি জানান, ছাত্রীরাই সবসময় বাজার করেন৷ তবে হোস্টেলে পানীয় জলের কিছু সমস্যা রয়েছে৷ তিনি জানান, ছাত্রীদের অভিভাবকদের বিষয়টি জানানো হয়েছে৷
হোস্টেল সুপারের কাছ থেকে জানা গেছে, গতকাল রাতের খাবারে মেনু অনুযায়ী ডিম ভাত দেওয়া হয়েছিল৷ সেই খাবার খাওয়ার পরই ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছিলেন৷ তবে, খাবার, নাকি পানীয় জল খেয়ে ছাত্রীরা অসুস্থ হয়েছেন তা খতিয়ে দেখতে হোস্টেল কর্তৃপক্ষ জলের নমুনা ডিডব্লিউএস দফতরের কাছে পাঠিয়েছে৷ ইন্সটিউটের প্রিন্সিপাল পূর্ণিমা দাস জানিয়েছেন, আজ দুপুরে ওই ছাত্রীদের মধ্যে ১২ জনকে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে৷ তবে, দুই ছাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের চিকিৎসা চলছে৷ অবশ্য, ইন্সটিউটের প্রিন্সিপাল আশ্বস্ত করেছেন, ওই দুই ছাত্রী খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন৷