মিকোচাঁন, ১৫ অক্টোবর (হি.স.) : মেক্সিকোতে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ১৪ পুলিশ অফিসার নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে তিনজন।
স্থানীয় সময় সোমবার মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিকোচাঁনে এ গোলাগুলি ঘটনা ঘটে। অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত এই এলাকা। ধারণা করা হচ্ছে, এ হামলায় জালিস্কো নুয়েভা জেনারেসন কারটেল (সিজেএনজি) নামে একটি শক্তিশালী মাফিয়া গ্রুপ জড়িত। ঘটনাস্থলে রেখে যাওয়া একটি মেসেজ থেকে তাদের জড়িত থাকার কথা জানা যায়।
মিকোচাঁনের নিরাপত্তা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, একটি বাড়িতে পুলিশ অভিযানে এলে তাদের উপর অতর্কিত হামলা করে বন্দুকধারীরা। এলোপাতাড়ি গুলিতে ১৪ জন পুলিশ অফিসার মারা যায়। হামলাকারীদের ধরতে বিভিন্ন স্থানে চেকপয়েন্ট বসিয়েছে পুলিশ এবং শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।