BRAKING NEWS

সিলিন্ডার বিস্ফোরণে বাড়ি ভেঙে নিহত ১২

লখনউ, ১৪ অক্টোবর (হি.স.) সিলিন্ডার বিস্ফোরণে ভেঙে পড়ল দুইতলা বাড়ি। নিহত ১২। গুরুতর জখম ১৮র বেশি মানুষ। জেলা হাসপাতালে তাদের চিকিৎসা হচ্ছে। সোমবার সকালে মর্মান্তিক ঘটনাটি উত্তরপ্রদেশের মাও জেলার মহম্মদাবাবাদের ওয়ালিদপুরে হয়েছে। ধ্বংসাবশেষ থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সাতজনকে মৃত বলে ঘোষণা করেন। পরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

উদ্ধার কাজ চলছে ধ্বংসাশেষের নীচে এখনও অনেকের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। উদ্ধার কাজ চলছে। অন্যদিকে মর্মান্তিক এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উদ্ধার কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি।

প্রাথমিক তদন্তের পর পুলিশের তরফে জানানো হয়েছে, ওয়ালিদপুরের সঙ্গত জির কাছে ছোট্টু বিশ্বকর্মার বাড়িতে সোমবার সকালে সিলিন্ডারে আগুন লেগে যায়। আগুন নেভানোর জন্য আসপাশের স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। সেই সময় হঠাৎই সিলিন্ডারটি ফেটে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে দুইতলা বাড়িটি ভেঙে পড়ে। সকাল ৬টা ৪৫মিনিট নাগাদ বিস্ফোরণটি হয়। পাশে থাকা অন্যান্য বাড়িগুলিও এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের জেরে গোটা এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে আসেন জেলাশাসন জ্ঞান প্রকাশ ত্রিপাঠি ও পুলিশ সুপার অনুরাগ আর্য। ঘটনাস্থলে আসেন রাজ্যের মন্ত্রী উপেন্দ্র তিওয়ারি। রাজ্যের আরও এক মন্ত্রী অনিল রাজভর হাসপাতালে গিয়ে আহতদের দেখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *