BRAKING NEWS

তেলিয়ামুড়ায় বাইক-অটোর সংঘর্ষে গুরুতর আহত চার

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৪ অক্টোবর৷৷ যান সন্ত্রাসে আবারও ত্রিপুরায় রক্তাক্ত হয়েছে জাতীয় সড়ক৷ শারদোৎসবের প্রাক্কালে চাকমাঘাটস্থিত লোকনাথ আশ্রমের পাশে অটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন৷ আহতদের প্রথমে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পরে আগরতলায় জিবি হাসপাতালে রেফার করা হয়৷


তেলিয়ামুড়া থানার পুলিশ জানিয়েছে, শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ আসাম-আগরতলা জাতীয় সড়কের চাকমাঘাটস্থিত লোকনাথ আশ্রমের পাশে টিআর ০১ সি ৪১৫ নম্বরের অটোর সাথে টিআর ০১ এম ৭৭১৬ নম্বরের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়৷ তাতে অটোর চারজন যাত্রী এবং বাইক চালক আহত হন৷ পুলিশ জানিয়েছে, বাইক চালক পরিতোষ দেববর্মা (১৮) দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন৷

অবশ্য পুলিশ দুর্ঘটনার জন্য বাইক চালককেই দায়ী করেছে৷ পুলিশ জানিয়েছে, তেলিয়ামুড়া থেকে প্রচণ্ড গতিতে চাকমাঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল বাইকটি৷ পথে দুর্ঘটনার কবলে পড়ে৷ এতে চার অটো যাত্রী জলসিং রিয়াং (৩০), যুক্তরাই রিয়াং (৬০), মধুমণি দেববর্মা (৩১) এবং কর্ণজিৎ দেববর্মা (২৫) গুরুতর আহত হন৷ দুর্ঘটনায় বিকট শব্দে স্থানীয় জনগণ ছুটে আসেন৷ খবর দেওয়া হয়, তেলিয়ামুড়া থানায় ও দমকল বাহিনীকে৷ খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান৷ এদিকে পুলিশ অটো ও বাইক আটক করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *