BRAKING NEWS

দেশের প্রথম কর্পোরেট ট্রেন : সূচনা হল লখনউ-দিল্লি তেজস এক্সপ্রেসের

লখনউ, ৪ অক্টোবর (হি.স.): দেশের প্রথম কর্পোরেট ট্রেন, সূচনা হল আইআরসিটিসি-র ‘লখনউ-দিল্লি তেজস এক্সপ্রেস’-এর| শুক্রবার সকালে উত্তর প্রদেশের রাজধানী লখনউ থেকে লখনউ-দিল্লি তেজস এক্সপ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| ৫ অক্টোবর (শনিবার) থেকে বাণিজ্যিকভাবে চালু হতে চলেছে লখনউ-দিল্লি তেজস এক্সপ্রেস| মঙ্গলবার ছাড়া সপ্তাহের প্রতিদিন চলবে ৮২৫০২ আইআরসিটিসি লখনউ-দিল্লি তেজস এক্সপ্রেস| এদিন সকালে সবুজ পতাকা নেড়ে লখনউ-দিল্লি তেজস এক্সপ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধন করার পর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, ‘এটি দেশের প্রথম কর্পোরেট ট্রেন| এই ট্রেনে ভ্রমণকারী যাত্রীদের আন্তরিক অভিনন্দন| আশা রাখছি অন্যান্য শহরগুলিকেও সংযুক্ত করার জন্য এই ধরনের উদ্যোগ নেওয়া হবে|’

লখনউ-দিল্লি তেজস এক্সপ্রেসই প্রথম প্রাইভেট ট্রেন| আইআরসিটিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, লখনউ-দিল্লি তেজস এক্সপ্রেসের টিকিট বুকিং করার জন্য খাবার বুকিং করাও বাধ্যতামূলক| অত্যাধুনিক এই ট্রেনের টিকিটের দাম খুব বেশি| ৮২৫০১ আইআরসিটিসি লখনউ-দিল্লি এগজিকিউটিভ চেয়ার কার টিকিটের মূল্য ২,৩১০ টাকা| এসি চেয়ার কার টিকিটের মূল্য ১,৫০৫ টাকা| এছাড়াও ৮২৫০২ আইআরসিটিসি তেজস এক্সপ্রেসের এগজিকিউটিভ চেয়ার কার টিকিটের মূল্য ২,৪৫০ টাকা| এসি চেয়ার কার টিকিটের মূল্য ১,৭৫৫ টাকা|

মঙ্গলবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল ৬.১০ মিনিট নাগাদ লখনউ থেকে ছাড়বে ৮২৫০১ আইআরসিটিসি তেজস এক্সপ্রেস| লখনউ স্টেশন ছাড়ার পর সকাল ৭.২০ মিনিট নাগাদ কানপুর সেন্ট্রাল স্টেশনে দাঁড়াবে তেজস এক্সপ্রেস| কানপুর সেন্ট্রাল স্টেশনে ৫ মিনিটের জন্য দাঁড়াবে তেজস এক্সপ্রেস| এরপর বেলা ১১.৪৫ মিনিট নাগাদ, দু’মিনিটের জন্য গাজিয়াবাদ স্টেশনে দাঁড়াবে তেজস এক্সপ্রেস| মাত্র দু’টি স্টেশনে দাঁড়ানোর পর দুপুর ১২.২৫ মিনিট নাগাদ নিউদিল্লি স্টেশনে পৌঁছবে তেজস এক্সপ্রেস|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *