মুম্বই, ৪ অক্টোবর (হি.স.): রেপো রেট (যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় রিজার্ভ ব্যাঙ্ক) ২৫ বেসিস পয়েন্ট কমাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)| এর আগে রেপো রেট ছিল ৫.৪০ শতাংশ, ২৫ বেসিস পয়েন্ট কমার পর রেপো রেট এখন ৫.১৫ শতাংশ| এছাড়াও রিভার্স রেপো রেট ৪.৯০ শতাংশ স্থির করল আরবিআই এবং ব্যাঙ্ক রেট ৫.৪০ শতাংশ| ২০১৯-২০২০ অর্থবর্ষের জন্য জিডিপি আউটলুক স্থির করা হয়েছে ৬.১ শতাশ, এর আগে যা ছিল ৬.৯ শতাংশ|
উল্লেখ্য, চলতি বছরে এই নিয়ে পঞ্চমবার রেপো রেট কমাল আরবিআই| এর আগে ফেব্রুয়ারি, এপ্রিল, জুন ও আগস্ট মাসে রেপো রেট কমিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া| রেপ রেট কমানোয় সুদের হার কমাতে পারে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি| উপকৃত হবেন সাধারণ মানুষ|