নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর৷৷ রাজ্যে আজ থেকে ডেমি লোকাল ট্রেন পরিষেবা চালু হয়েছে ৷ তাই, শারদোৎসবের তিনদিন অর্থাৎ সপ্তমী, অষ্টমী ও নবমীতে নির্ধারিত পরিষেবার বাইরে আরও বাড়তি লোকাল ট্রেন পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছে ত্রিপুরা সরকার ৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এ-কথা জানিয়েছেন পরিবহণমন্ত্রী প্রণজিৎ সিংহরায়৷ সাথে তিনি যোগ করেন, বাধারঘাট এবং যোগেন্দ্রনগর রেল স্টেশনে টিআরটিসি-র বাস সার্ভিস চালু থাকবে পূজার তিনদিন৷

এদিন তিনি বলেন, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ইচ্ছাতেই পরিবহণ দফতর উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষের কাছে পুজোর সময় এই বাড়তি পরিষেবা চালু করার প্রস্তাব পাঠিয়েছিলেন ৷ কারণ, বর্তমান রেল পরিষেবার সাথে ডেমু লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়ায় রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ সহজভাবে যাতায়াতের সুযোগ নিতে পারবেন ৷ তাই শারদোৎসবের তিনদিন যাত্রীসাধারণের যাতায়াতের ক্ষেত্রে আরও অধিক পরিষেবা দিতে চাইছে সরকার ৷ এজন্য আরও তিনটি বাড়তি লোকাল ট্রেন চালু করার প্রস্তাব পাঠানো হয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের কর্তৃপক্ষের কাছে, বলেন তিনি ৷
পরিবহণ মন্ত্রীর দাবি, ধর্মনগর থেকে বিকাল ৫-টা ৪৫ মিনিটে আগরতলার উদ্দেশ্যে একটি ট্রেন, আবার আগরতলা থেকে সকাল ৫-টায় ধর্মনগরের উদ্দেশে একটি ট্রেন এবং সাব্রুম থেকে রাত ১০টায় আগরতলার উদ্দেশ্যে একটি ট্রেন, মোট এই তিনটি বাড়তি ট্রেন চালানোর জন্য প্রস্তাব পাঠানো হয়েছে৷ এছাড়া বর্তমানে ডেমু ট্রেন-সহ অন্যান্য যে-সব রেল পরিষেবা রয়েছে তা তো থাকবেই, দাবি করেন তিনি ৷
তিনি জানান, আগরতলা ও যোগেন্দ্রনগর রেলস্টেশন থেকে বাস মঠচৌমুহনি হয়ে পুরনো জেলখানার মাঠে এসে থামবে ৷ আবার বাধারঘাট স্টেশন থেকে বাস নাগেরজলা বাসস্ট্যান্ডে গিয়ে থামবে ৷ অন্তর্বর্তীকালীন কোনও স্টপেজ দেওয়া হবে না ৷ ৮-টি করে দুটি স্টেশন থেকে মোট ১৬টি বাস যাত্রীসাধারণের পরিষেবায় চালু থাকবে ৷ তাঁর কথায়, শুধুমাত্র ট্রেন চলার সূচি অনুসারেই ওই বাস পরিষেবা দেওয়া হবে ৷ কারণ, ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আগরতলায় এসে স্বাচ্ছন্দ্যে পূজায় আনন্দ উপভোগ করতে পারেন, চাইছে সরকার৷

