নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২ অক্টোবর৷৷ যান সন্ত্রাসের বলি এক ভিন রাজ্যের যুবক৷ বিশ্রামগঞ্জের হীরাপুরে সিমেন্ট বোঝাই টিআর ০১ এএস -১৬২৩ নম্বরের একটি ফোর জিরো সেভেন গাড়ি ছড়ার জলে পরে এক মাঝ বয়সি যুবকের মৃত্যু হয়৷ তার নাম ছোট্টো মিস্ত্রী৷ বয়স বাইশ বছর৷বাড়ি বিহার রাজ্যে৷
ত্রিপুরাতে কাজ করে বলে জানা গেছে৷ঘটনা বুধবার বিকাল চার ঘটিকায়৷বিশ্রামগঞ্জ থেকে একশো পঁয়ত্রিশ বস্তা সিমেন্ট নিয়ে হীরাপুর যাওয়ার পথে রাস্তা খারাপ হওয়ায় গাড়ি ছরার জলে পরে উল্টে যায়৷ঘটনাস্থলে যুবকের মৃত্যু হয়৷এলাকার মানুষ প্রথমে ফায়ার সার্ভিস দপ্তরে খবর দেয়৷কর্মীরা দ্রুত ছুটে এসে মৃত ব্যাক্তিটিকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে আসে৷ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানায়৷মৃত যুবকটি হাসপাতালের মর্গে রয়েছে৷