BRAKING NEWS

জন্মবার্ষিকী গান্ধীজী ও শাস্ত্রীর : সংসদে শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রী ও স্পিকারের

নয়াদিল্লি, ২ অক্টোবর (হি.স.): গণতন্ত্রের পীঠস্থান সংসদে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| গান্ধীজীর পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীরও ১১৫ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে বুধবার| সংসদে দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী| প্রধানমন্ত্রীর ছাড়াও সংসদে গান্ধীজী ও শাস্ত্রীকে শ্রদ্ধা জানিয়েছেন লোকসভার স্পিকার ওমপ্রকাশ বিড়লা, প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কংগ্রেসের অর্ন্তবর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী প্রমুখ|

বুধবার মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকী পালিত হয় গোটা দেশজুড়ে| সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে লেখেন, ‘আমাদের সকলের শ্রদ্ধেয় বাপুকে প্রণাম| মানবতার প্রতি তাঁর অবদানে আমরা কৃতজ্ঞ| এই বিশ্বকে সুন্দর করে গড়ে তুলতে এবং তাঁর স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ| এদিন সকালেই রাজঘাটে যান প্রধানমন্ত্রী| সেখানে গান্ধীজীকে শ্রদ্ধাজ্ঞাপন করেন| সেখান থেকে যান বিজয়ঘাটে| গান্ধীজীর পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীরও ১১৫ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে বুধবার| বিজয়ঘাটে গিয়ে লাল বাহাদুর শাস্ত্রীকেও শ্রদ্ধাঞ্জলি দেন প্রধানমন্ত্রী| এরপর তিনি সোজা চলে যান সংসদে| সেখানেও গান্ধীজী ও শাস্ত্রীকে শ্রদ্ধাজ্ঞাপন করেন| প্রধানমন্ত্রী ছাড়াও রাজঘাটে গিয়ে গান্ধীজীকে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু এবং কংগ্রেসের অর্ন্তবর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী প্রমুখ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *