শ্রীনগর, ১ অক্টোবর (হি.স.): কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে ফের বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী| জম্মু ও কাশ্মীরের গান্ডেরবাল জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে খতম হয়েছে দু’জন সন্ত্রাসবাদী| নিহত সন্ত্রাসবাদীরা কোন জঙ্গি সংগঠনের সদস্য ছিল, তা এখনও পর্যন্ত জানা যায়নি| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ|
গত ২৮ সেপ্টেম্বর এক দিনে জম্মু ও কাশ্মীরের তিন জায়গায় হামলা চালিয়েছিল সন্ত্রাসবাদীরা| সেনার সংঘর্ষে ওই দিনই খতম হয়েছিল তিনজন সন্ত্রাসবাদী| নিহত হন একজন সেনা জওয়ান| তিনজন সন্ত্রাসবাদীর মধ্যে, গত ২৮ সেপ্টেম্বর উপত্যকার গান্ডেরবালে খতম হয়েছিল একজন সন্ত্রাসবাদী| গত ২৮ সেপ্টেম্বর থেকে গুলির লড়াই চলতে থাকে| অবশেষে মঙ্গলবার সুরক্ষা বাহিনীর গুলিতে খতম হয়েছে দু’জন সন্ত্রাসবাদী| নিহত সন্ত্রাসবাদীদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে|
প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর এক দিনে জম্মু ও কাশ্মীরের তিন জায়গায় হামলা চালিয়েছিল সন্ত্রাসবাদীরা| প্রথম ঘটনা ছিল জম্মুর রামবন জেলার বাটোটে এলাকা। দ্বিতীয় জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল উপত্যকার গান্ডেরবালে।তৃতীয় ঘটনা শ্রীনগরের শহরতলি এলাকার।