নয়াদিল্লি, ১ অক্টোবর (হি.স.) : ভ্রান্ত নীতি এবং আর্থনীতির জ্ঞান না থাকার কারণে এখন আন্তর্জাতিক কোনও অনুষ্ঠানে যাওয়ার জন্য বিমান জোটাতেও হিমসিম খেতে হয় পাকিস্তানের প্রধানমন্ত্রীর। মঙ্গলবার ইমরান খানকে কটাক্ষ করে এমনই জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
এদিন দিল্লিতে ডিফেন্স অ্যাকাউণ্ট বিভাগের অনুষ্ঠানে রাজনাথ সিং জানিয়েছেন, অর্থনীতির জ্ঞান না থাকার উদাহরণ আমাদের প্রতিবেশী (পাকিস্তান)।সামরিক খাতে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার পাশাপাশি এবং ভ্রান্ত নীতির কারণে এখন আন্তর্জাতিক কোনও অনুষ্ঠানে যাওয়ার জন্য বিমান জোটাতেও হিমসিম খেতে হয় তাঁদের (পাকিস্তান) প্রধানমন্ত্রীর। উল্লেখ করা যেতে পারে রাষ্ট্রসঙ্ঘের সম্মেলনে যাওয়ার জন্য সৌদি আরব থেকে বিমান ধার করে যেতে হয়েছিল ইমরান খানকে। সেই প্রেক্ষিতে এমন মন্তব্য করেছেন রাজনাথ সিং।
দেশের নিরাপত্তা প্রসঙ্গে বলতে গিয়ে রাজনাথ সিং জানিয়েছেন, এখনকার দিনে জাতীয় সুরক্ষা বহুমাত্রিক হয়ে গিয়েছে। এর মধ্যে জড়িত রয়েছে আর্থিক শক্তি, উদ্যোম, জলবায়ুর সুরক্ষা এবং খাদ্য নিরাপত্তা। দুর্গম অঞ্চলে যেখানে জওয়ানরা মোতায়েন রয়েছে তাদের সাহায্য করতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। প্রাক্তন সেনাকর্মীদেরও এই বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।