BRAKING NEWS

কাশ্মীর নিয়ে কেন্দ্রকে তোপ শরদ পাওয়ারের

মুম্বই, ১ অক্টোবর (হি.স.) : কাশ্মীর প্রসঙ্গে কেন্দ্রের নিন্দায় মুখর হলেন এনসিপি সুপ্রিমো তথা বর্ষীয়ান রাজনীতিবিদ শরদ পাওয়ার। কাশ্মীরে শান্তি নয়, শশ্মানের শান্তি প্রতিষ্ঠা হয়েছে। মানুষ রাস্তায় বেরোতে পারছে না। তাদের বাড়িতে বন্দি করে রাখা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

মঙ্গলবার ওসমাবাদে জেলাশাসকের দফতরে জয়ন্ত পাটিলের মননোয়ন পত্র পেশ করা উপলক্ষ্যে উপস্থিত ছিলেন শরদ পাওয়ার। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, ৩৭০ ধারার বিলুপ্তির পরে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে মানুষ খেতে পারছে না। এমন পরিস্থিতিতে কাশ্মীর ও পুলওয়ামা নিয়ে বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে ঢাক বাজিয়ে চলেছে বিজেপি। কাশ্মীরে উন্নয়ন জরুরি। কিন্তু তা নিয়ে রাজনীতি করা উচিত নয়। কাশ্মীর আগে থেকেই সুন্দর। তাকে আরও সুন্দর করতে চাইলে বিরোধের কোনও জায়গা থাকে না। দেশের আর্থিক ব্যবস্থার নিন্দা করে তিনি জানিয়েছেন, শিল্পপতিরা ব্যাঙ্কে বড় ধরণের দুর্নীতি করেছে। তা আড়াল করার জন্য কেন্দ্র ব্যাঙ্ক থেকে ৮৬ হাজার কোটি টাকা তুলেছে। কৃষকরা আত্মহত্যা করলেও সরকার তাদের ঋণ মকুব করেনি। স্থানীয় সমস্যাগুলিকে গুরুত্ব না দিয়ে কাশ্মীর নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে কেন্দ্র। আসন্ন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন ঐতিহাসিক হতে চলেছে। রাজ্যের তরুণ প্রজন্ম কংগ্রেস-এনসিপির পাশে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *