BRAKING NEWS

আর্থিক দিক দিয়ে দুর্বলদের জন্য লাইটহাউস প্রকল্পে ১০০০টি আবাসন নির্মাণ হবে রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্টেম্বর ৷৷ ত্রিপুরায় এই প্রথম, ১,০০০টি ফ্ল্যাটের বহুতল বিল্ডিং নির্মাণে প্রকল্প হাতে নিয়েছে ত্রিপুরা সরকার৷ ‘লাইট হাউস প্রকল্প’ হিসেবে ওই বহুতল বিল্ডিং বিশেষ প্রযুক্তির প্রয়োগে নির্মিত হবে যাতে প্রকল্পটি ভূমিকম্প প্রতিরোধী এবং পরিবেশ বান্ধব হয়ে ওঠে৷

আর্থিক দিক দিয়ে দুর্বলদের জন্য কেন্দ্রীয় আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রক ওই প্রকল্পটির অনুমোদন দিয়েছে৷ ৩ লক্ষ টাকার নীচে যাঁদের আয় তাঁরা আগরতলার পশ্চিমাঞ্চলে প্রস্তাবিত ওই প্রকল্পে ফ্ল্যাট কিনতে পারবেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ৩ মার্চ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ত্রিপুরার আগরতলায়, গুজরাটের রাজকোটে, মধ্যপ্রদেশের ইন্দোরে, তামিলনাড়ুর চেন্নাইতে, ঝাড়খণ্ডের রাঁচিতে এবং উত্তরপ্রদেশের লখনৌতে ওই প্রকল্পের ঘোষণা করেছিলেন৷

আগরতলায় ওই ১০০০টি ফ্ল্যাট আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্টের (আইসিপি) কাছে গোলচক্কর এলাকায় নির্মিত হবে৷ রবিবার আগরতলায় সাংবাদিকদের সাথে আলোচনা করতে গিয়ে শিক্ষা ও আইনমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, মন্ত্রক দরপত্র আহ্বান করেছে ও চূড়ান্ত দর আগামীকাল স্থির হবে৷ তিনি বলেন, বাৎসরিক আয় তিন লাখ টাকার কম এমন পরিবারের ভিত্তিতে সুবিধাভোগীদের বাছাই করা হবে৷ তিনি জানান, ওই প্রকল্পে ফ্ল্যাট নির্মাণে কেন্দ্রীয় সরকার ৩৫ কোটি টাকা দেবে এবং বাকি টাকা রাজ্য সরকার ও সুবিধাভোগীদের বহন করতে হবে৷

শিক্ষামন্ত্রী জানান, পরিবেশ-বান্ধব প্রযুক্তি প্রয়োগ এবং উদ্ভাবনী আবাসন নির্মাণের মাধ্যমে এই ‘লাইট হাউস প্রকল্প’ নির্মাণ হবে৷ ২.৮৬ হেক্টর জমির বিস্তৃত জায়গায় ফ্ল্যাটগুলি নির্মাণ করা হবে৷

প্রসঙ্গত, কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক ইতিমধ্যে একটি ‘গ্লোবাল হাউজিং টেকনোলজি চ্যালেঞ্জ-ইন্ডিয়া’ (জিএইচটিসি-ভারত) চালু করেছে৷ মন্ত্রকটি নির্মাণ চলাকালীন সময়ে প্রযুক্তি মিটও পরিচালনা করেছিল৷ তাতে, সম্ভাব্য সুবিধাভোগীদের নির্মাণ কাজ দেখে ফ্ল্যাট বাছাইয়ে উৎসাহিত করে থাকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *