মেয়াদোত্তীর্ণ সামগ্রী বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্ঢেম্বর ৷৷ অমরপুর মহকুমার উপনগরী নতুন বাজারে অভিযান চালিয়ে বড় সড় সফলতা পেল মহকুমা প্রশাসন৷ অভিযানে বিভিন্ন দোকান থেকে বিপুল পরিমাণে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী ও অবৈধভাবে মজুত রাখা পেট্রোল উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়৷ দুইজন অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয়েছে৷ খাদ্য দপ্তর ও লিগ্যাল মেজারমেন্টের আধিকারিকদের নিয়ে মহকুমা শাসক বিজয় সিন্হা এই অভিযান চালান৷

অমরপুর মহকুমার অন্যতম বাণিজ্যিক নগরী নতুন বাজারের বেশ কয়েকজন অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রি করার অভিযোগ ছিল দীর্ঘদিনের৷ যার সত্যতা যাচাই করতে বৃহস্পতিবার সকালে ময়দানে অবতীর্ণ হয় মহকুমা প্রশাসন৷ সকালে প্রথমে চেলাগাং মুখ বাজারে অভিযান করা হয়৷ ওইখানে বেশ কয়েকটি দোকানে অভিযান চালিয়ে বিক্রির জন্য অবৈধভাবে মজুত করে রাখা পেট্রোল-ডিজেল এবং বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ সামগ্রী উদ্ধার করা হয়৷ তারপর নতুন বাজার আশ্রম চৌমুহনিতে অভিযান চালিয়ে বেশ কয়েকটি দোকান থেকে ড্রাম ও বোতল ভর্তি পেট্রোল উদ্ধার করা হয়৷ বিভিন্ন দোকানে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া বাচ্চাদের মুখরোচক খাবার বিক্রি করা হচ্ছে৷