রোজভ্যালি চিটফান্ড ও দুই সাংবাদিক হত্যা মামলায় সিবিআই তদন্তে গতি বাড়াতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্ঢেম্বর৷৷ চিটফান্ড কান্ড এবং ত্রিপুরার দুই সাংবাদিকের হত্যাকান্ডে সিবিআই তদন্তের গতি বাড়ানোর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ আজ তিনি নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন৷


এক ট্যুইট বার্তায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রোজভ্যালি চিটফান্ড কান্ডে সিবিআই তদন্তের গতি বাড়ানোর অনুরোধ জানিয়েছি৷ পাশাপাশি ত্রিপুরায় দুই সাংবাদিক হত্যা মামলায় সিবিআই তদন্তের গতি বাড়ানোর জন্যও অনুরোধ জানিয়েছি৷ তাঁর কথায়, উভয় মামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক তা চেয়েছি৷


ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, রোজভ্যালি চিটফান্ড কান্ডে সিবিআই তদন্তে ত্রিপুরার গরিব আমানতকারীরা ন্যায় পাবেন বলে বিশ্বাস করি৷ তাঁর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমস্ত বিষয় মনোযোগ দিয়ে শুনেছেন৷ তাঁর অনুরোধের ভিত্তিতে স্বরাষ্ট্রমন্ত্রকের শীর্ষ আধিকারিকদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অবিলম্বে ওই মামলাগুলির দ্রুত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন৷ মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন, চিটফান্ড কান্ড ও সাংবাদিক হত্যা মামলায় শীঘ্রই সিবিআই আধিকারিকরা ত্রিপুরায় আসবেন৷


মুখ্যমন্ত্রী আরও জানান, সীমান্তে কাঁটাতার এবং সাব্রুমে প্রস্তাবিত আইপিসি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বিস্তারিত আলোচনা হয়েছে৷ ত্রিপুরার উন্মুক্ত সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর কাজ সমাপ্ত করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানানো হয়েছে৷ এছাড়াও ত্রিপুরা সরকারের বিভিন্ন জনমুখী কাজকর্ম নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে৷


এদিকে, রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গতকাল এবং আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের মন্ত্রী থাওয়ার চান্দ গেহলট এবং উত্তর-পূর্বালঞ্চল উন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং-এর সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন৷ রাজ্যের যে সমস্ত প্রস্তাব এবং গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ বাকি রয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন৷


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর সঙ্গে আলোচনাকালে মুখ্যমন্ত্রী সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশ বন্ধ করতে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার যে অসমাপ্ত কাজ রয়েছে তা সম্পর্ণ করার অনুরোধ জানান৷ এছাড়াও ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যের উন্নতিকল্পে সাবমে ইন্টিগ্রেটেড চেকপোস্টের দ্রত অনুমোদনের উল্লেখ করেন৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনাকালে মুখ্যমন্ত্রী রোজভ্যালি চিটফাণ্ড এবং দুই সাংবাদিক হত্যাকাণ্ডে সি বি আই তদন্ত দ্রত শেষ করার জন্য অনুরোধ জানান৷ দুই সাংবাদিকের পরিবার যাতে দ্রত ন্যায় পায় মুখ্যমন্ত্রী তারজন্য অনুরোধ করেন৷ দুটি টি এস আর ব্যাটেলিয়নে যাতে আরও লোক নিয়োগ করা যায় সেজন্য মুখ্যমন্ত্রী রাজ্যের বেকার যুবকদের স্বার্থে দুটি টি এস আর ব্যাটেলিয়ন রাজ্যের বাইরে নিযুক্ত করার দাবি জানান৷ রাজ্যের জনজাতিদের বিভিন্ন ইস্য এবং আর্থ-সামাজিক উন্নতির বিষয় খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের কমিটির কাজ ত্বরান্বিত করতে তিনি দাবি জানান৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের এই সমস্ত বিষয়গুলির দ্রত সমাধান করার জন্য প্রয়োজনীয় ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে বিবেচনা করবেন বলে আশ্বাস দেন৷


মুখ্যমন্ত্রী শ্রীদেব উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং-এর সঙ্গে আলোচনাকালে ডোনার মন্ত্রকের যে সমস্ত এন এল সি পি আর প্রকল্প বকেয়া রয়েছে তার অনুমোদন দেওয়ার অনুরোধ করেন৷ একই সঙ্গে সমস্ত কেন্দ্রীয় মন্ত্রক যাতে তাদের বাজেট বরাদ্দের ১০ শতাংশ অর্থ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য ব্যয় করে তা সুুনিশ্চিত করতেও মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন৷ এছাড়া যে সমস্ত রাজ্য বিভিন্ন প্রকল্প দক্ষতার সঙ্গে সম্পন্ন করে তাদের আরও অর্থ অনুমোদন দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন৷


কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে রাজ্যের বকেয়া প্রস্তাবগুলি সম্পর্কে আলোচনা করেন মুখ্যমন্ত্রী৷ কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শেখাওয়াত জলসেচ প্রকল্পের জন্য ১৯ কোটি টাকা মঞ্জুর করতে সম্মত হয়েছেন৷ এছাড়াও ৯৭.১৭২২ কোটি টাকা ব্যয়ে জলসেচের জন্য ৩০০টি গভীর নলকূপ খননের সম্মতি জ্ঞাপন করেছেন৷
এগুলির মাধ্যমে ৪১০০ হেক্টর এলাকায় জলসেচ করা যাবে৷ ১৫.৪৫৮৭ কোটি টাকা ব্যয় করে ২৩১টি শ্যালো টিউবওয়েল খননের অনুমোদনও দেওয়া হবে৷ কেন্দ্রীয় মন্ত্রী এছাড়াও রুদ্রসাগর লেইকের সংস্কার, খনন এবং পুনরুদ্ধারের জন্য ১৬০.৪২৩ কোটি টাকা মঞ্জুর করতে সম্মতি জ্ঞাপন করেছেন৷ এর ফলে ৪৪৮ হেক্টর এলাকায় সেচের ব্যবস্থা করা যাবে এবং এই স্থানটি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে৷ চম্পকনগরে একটি ডেম গড়ে তোলার জন্য প্রস্তাব পেশ করতে কেন্দ্রীয় মন্ত্রী মুখ্যমন্ত্রীকে বলেছেন৷ উল্লেখ্য, এই ডেমটি গড়ে উঠলে আগরতলায় পানীয় জলের প্রয়োজনীয়তা অনেকটাই দূর হবে এবং বন্যা নিয়ন্ত্রণেও সহায়ক হবে৷


মুখ্যমন্ত্রী এছাড়াও আজ সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের মন্ত্রী থাওয়ার চান্দ গেহলটের সঙ্গে সাক্ষাৎ করেন৷ সেই সময় দপ্তরের রাষ্ট্রমন্ত্রী রতনলাল কাটারিয়া, সামাজিক ন্যায় ও দিব্যাঙ্গজন মন্ত্রকের সচিবও উপস্থিত ছিলেন৷ কেন্দ্রীয় মন্ত্রী ত্রিপুরায় এস সি, এস টি ছাত্র-ছাত্রীদের জন্য হোস্টেল নির্মাণের বিষয়ে সম্মতি জ্ঞাপন করেন এবং এে’সেবল ইণ্ডিয়া প্রচার অভিযানের অঙ্গ হিসেবে ৭.৪৮ কোটি টাকা ব্যয়ে ৬টি দালান বাড়ির রেট্রোফিটিং-র কাজের অনুমোদন দিয়েছেন৷ ১৪ কোটি টাকা ব্যয়ে আরও ৮টি ভবনের রেট্রোফিটিং-র কাজ করারও অনুমোদন দেওয়ার আশ্বাস দিয়েছেন৷ কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন প্রস্তাব পাওয়া গেলে ত্রিপুরায় একটি ড্রাগ ডি-এডিকশন সেন্টার স্থাপনের জন্য অর্থ মঞ্জুর করার বিষয়টি বিবেচনা করা হবে৷ দিব্যাঙ্গজনরা যাতে তাদের জেলাতেই পুনবার্সনের সুুবিধা পেতে পারেন সেই জন্য ত্রিপুরার চারটি নতুন জেলায় প্রতিবন্ধী পুনবার্সন কেন্দ্র (ডি ডি আর সি) খোলার জন্য মুখ্যমন্ত্রী অনুরোধ জানিয়েছেন৷ কেন্দ্রীয় মন্ত্রী এই কেন্দ্রগুলির খোলার অনুমোদন দেওয়ার ব্যাপারে সম্মতি জ্ঞাপন করেছেন৷


মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এছাড়াও আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ-এর সঙ্গে সাক্ষাৎ করে এর আগে রাজ্যে নেওয়া অসমাপ্ত কাজগুলি সম্পর্ণ করার জন্য ত্রিপুরাকে ১০১৮.৮৫ কোটি টাকা এককালীন বিশেষ সহায়তা করার জন্যে অনুরোধ জানিয়েছেন৷ তিনি এছাড়াও অতিরিক্ত মার্কেটবরোইং-র পরিমাণ ব’দ্ধি করে ৪৫২.৮৪ কোটি টাকা করারও অনুরোধ জানিয়েছেন৷ ত্রিপুরায় আরও পরিকাঠামোগত প্রকল্পের কাজ যাতে শুরু করা যায় সেজন্য আর আই ডি এফ-র পরিমাণ বর্তমান ২০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৪০০ কোটি টাকা করার অনুরোধ জানিয়েছেন৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী বরোইং-র সীমা বাড়ানোর বিষয়ে এবং এবছর ত্রিপুরায় নাবার্ডের সহায়তা বাড়ানোর বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন৷ এছাড়াও তিনি অসমাপ্ত কাজগুলি সম্পর্ণ করার জন্যে এককালীন সহায়তা করার বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন৷