নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্ঢেম্বর৷৷ প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকে প্রদ্যোৎকিশোর দেববর্মনের পদত্যাগ ইস্যুতে মুখ খুললো কংগ্রেস দল৷ বৃহস্পতিবার আগরতলা কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা সুবল ভৌমিক বলেন, এন আর সি ইস্যুতে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মতভেদের জেরেই প্রদ্যুৎ কিশোর পদত্যাগ করেছেন৷ এ নিয়ে কারোর মধ্যে কোন দ্বিধা দ্বন্দ্ব থাকার কোন কারণ নেই বলে উল্লেখ করেন তিনি৷ প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে প্রদ্যোৎ কিশোর দেববর্মণের পদত্যাগের পর জনাকয়েক জনবিচ্ছিন্ন জনজাতি নেতা সাংবাদিক সম্মেলন করে দলত্যাগ করার ঘোষণায় কংগ্রেস দলের কোন ক্ষতি হবে না বলে উল্লেখ করেছে কংগ্রেস দল৷ যাঁরা দলত্যাগের কথা ঘোষণা করেছে তারা জনবিচ্ছিন্ন বলে আখ্যায়িত করেছে কংগ্রেস৷

কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে স্পষ্টীকরণ দিয়ে কংগ্রেস নেতা সুবল ভৌমিক বলেন জনজাতি অংশের মানুষ কংগ্রেসের সঙ্গে আছেন৷ তারা কোন ব্যক্তির সঙ্গে নয়৷ কেউ যদি মনে করে কংগ্রেস দল ব্যক্তিগত সম্পত্তি তাহলে ভুল করবে বলেও তিনি সতর্ক করে দেন৷ জনবিচ্ছিন্ন কংগ্রেসের জনজাতি নেতারা পদত্যাগ করে জনজাতি অংশের মানুষকে বিভ্রান্ত করতে পারবেন না বলেও উল্লেখ করেন তিনি৷ প্রদ্যুৎ কিশোর দেববর্মন আঞ্চলিক দল গড়লে রাজ্যে আরও একটি আঞ্চলিক দলের সংখ্যা বাড়বে, তাতে উপজাতি অংশের মানুষের কোন লাভ হবে না৷ জাতীয় দলের সঙ্গেই জনজাতি অংশের জনগণ সামিল হবেন৷ সুবলবাবু প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিরুদ্ধে অভিযোগের তীর ছুড়ে আরো বলেন, তিনি অনেক আগেই বিজেপিতে যোগ দেওয়ার জন্য অপেক্ষায় ছিলেন৷
বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা, সুনীল দেওধর প্রদ্যোৎ কিশোরের সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ রক্ষা করেছেন৷ নানা কারণে ঐ সময় প্রদ্যোৎ কিশোরের বিজেপিতে যোগদান করা হয়নি৷ লোকসভা নির্বাচনের দিন প্রদ্যোৎ কিশোর সরাসরি মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার পিছনে কি কারণ লুকিয়ে আছে তা সকলেই জানেন বলে উল্লেখ করেন তিনি৷ সুবল বাবু জানান এন আর সি ইস্যুতে প্রদ্যোৎ কিশোর সুপ্রিমকোর্টে একটি পিটিশন দাখিল করেছিলেন৷ কংগ্রেস দল তা প্রত্যাহার করে নেওয়ার জন্য বলেছিল৷ কিন্তু তিনি তা প্রত্যাহার করে নেননি৷ এনিয়ে বিরোধ তুঙ্গে উঠে৷ কংগ্রেস হাইকমান্ড স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কংগ্রেস দল কোন একটি জাতি বা ধর্মকে নিয়ে চলতে পারে না৷
স্বাভাবিক কারণেই বিরাগভাজন হয়েছেন প্রদ্যোৎ কিশোর৷ সে কারণেই প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন তিনি৷ সুবলবাবু আরও বলেন, প্রদ্যোৎ কিশোর কংগ্রেস দল ছেড়ে চলে গেলেও দল তার নিজস্ব গতিতেই চলবে৷ সংগঠনকে চাঙ্গা করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি৷

