মুম্বই, ২৫ সেপ্টেম্বর (হি.স.) : মহারাষ্ট্র স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক দুর্নীতি মামলায় শুক্রবার ইডি দফতরে হাজিরা দেবেন বর্ষীয়ান রাজনীতিবিদ তথা এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। ইডিকে তদন্তের স্বার্থে সমস্ত রকমের সহায়তা করবেন বলে আশ্বাস দিয়েছেন শরদ পাওয়ার।
বুধবার শরদ পাওয়ার জানিয়েছেন, ২৭ সেপ্টেম্বর দুপুর ২টো নাগাদ ইডি দফতরে যাব। তদন্তে সমস্ত রকমের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। দেশের বিচারব্যবস্থার প্রতি নিজের আস্থা প্রকাশ করে শরদ পাওয়ার জানিয়েছেন, দেশের সংবিধানের প্রতি আস্থাশীল। কোনও কো-অপারেটিভ ব্যাঙ্কের পরিচালন কমিটিতে যে ছিলেন না তা সাফ জানিয়ে দেন তিনি। আগামী এক মাসে নির্বাচনের প্রচারের কাজে ব্যস্ত থাকবেন তাই শুক্রবারই তিনি ইডির মুখোমুখি হবেন বলে জানিয়েছেন। উল্লেখ করা যেতে পারে মহারাষ্ট্র স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক মামলায় শরদ পাওয়ারের পাশাপাশি অজিত পাওয়ার, দিলীপরাও দেশমুখ, ঈশ্বর লাল জৈন, আনন্দ রাও আন্দসুলদের নাম রয়েছে।