নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৪ সেপ্ঢেম্বর৷৷ ঊনকোটি জেলা বন্ধ চলাকালে এনএসইউআই’র জেলা সভাপতি সহ চারজনকে এখনও মুক্তি না দেওয়ার প্রতিবাদে আবারও কৈলাসহরে বন্ধ ডাকার হুমকি দিয়েছে কংগ্রেস দল৷ অবিলম্বে তাদেরকে জেল হাজত থেকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে৷
গত বারো সেপ্ঢেম্বর কৈলাহর ঊনকোটি জেলা কংগ্রেসের ডাকে চবিবশ ঘণ্টার ঊনকোটি জেলা বন্ধ ছিল৷ কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে মতভেদকে কেন্দ্র করে বিভেদ চরম আকার ধারণ করে৷ এরই জেরে কৈলাসহরে কংগ্রেস অফিস আক্রান্ত হয়৷ এরই প্রতিবাদে বন্ধের ডাক দিয়েছিল কংগ্রেস৷ ঐদিনই কৈলাসহর থানার পুলিশ ঊনকোটি জেলা এনএসইউআই সভাপতি জুবের আহমেদ খান এবং তিন এনএসইউআই কর্মী নজরুল ইসলাম (সানু), ইঞামুল ইসলাম ও বাসিদ আলি সহ মোট চারজনকে অ্যাম্বুলেন্স ভাঙার দায়ে গ্রেপ্তার করে পরের দিন আদালতে পাঠালে আদালত চৌদ্দদিনের জেল হাজত দেয়৷ চারজনই বর্তমানে কৈলাসহর জেলে রয়েছে৷
সেদিন থেকেই কংগ্রেস দল দাবি করে আসছিল যে, পুলিশ মিথ্যা মামলায় চার ছাত্র নেতাকে গ্রেপ্তার করেছে৷ অবিলম্বে এবং খুব শীঘ্রই যদি পুলিশ চার ছাত্র নেতাকে জামিনের ব্যবস্থা না করে এবং মিথ্যা মামলা প্রত্যাহার না করে তাহলে কংগ্রেস খুব শীঘ্রই কৈলাসহরে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে এবং প্রয়োজনে কংগ্রেস পুজার আগে আবার কৈলাসহরে বন্ধ ডাকবে বলে আজ বিরজিৎ সিন্হা হুঙ্কার দেন৷ পুলিশের এই দ্বিচারিতার জন্য কংগ্রেস আজ কৈলাসহরে এক বিক্ষোভ মিছিল প্রদর্শন করে৷ বিক্ষোভ মিছিলটি জেলা কংগ্রেস ভবন থেকে বের হয়ে কৈলাসহর জেলের সামনে গিয়ে বিক্ষোভ দেখিয়ে কৈলাসহর থানার সামনে এসে প্রায় এক ঘণ্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়৷
বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন প্রাক্তন পিসিসি সভাপতি বিরজিৎ সিন্হা, জেলা কংগ্রেসের সভাপতি মোঃ বদরুজ্জামান, যুব কংগ্রেসের রাজ্য সভাপতি সুশান্ত চক্রবর্তী সহ আরও অনেকে৷ বিক্ষোভ মিছিল শেষে জেলা কংগ্রেস সভাপতি মোঃ বদরুজ্জামান বলেন ৷