এটিএম লুটের চেষ্টা, গ্রেপ্তার এক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্ঢেম্বর৷৷ গভীর রাতে নির্জনতার সুযোগ নিয়ে এটিএম লুঠের চেষ্টা করেন এক ব্যক্তি৷ তাকে স্থানীয় জনগণ আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে৷ তার কাছ থেকে হাতুড়ি, রড, লোহা কাটার যন্ত্র উদ্ধার হয়েছে৷


এয়ারপোর্ট থানার পুলিশ জানিয়েছে, রবিবার রাত আনুমানিক সাড়ে ১১টা নাগাদ পশ্চিম ত্রিপুরার অধীন ঊষাবাজারে এসবিআই ব্যাংকের এটিএম লুঠ করার চেষ্টায় লংকামুরার বাসিন্দা বিমল সরকারকে আটক করা হয়েছে৷ তার কাছ এটিএম মেশিন কাটার যন্ত্র সহ হাতুড়ি, রড ইত্যাদি পাওয়া গিয়েছে৷
পুলিশ জানিয়েছে, গতকাল রাতে নির্জনতার সুযোগে এটিএম মেশিন ভাঙার চেষ্টা করছিল বিমল সরকার৷ ওই সময় স্থানীয় কয়েকজন যুবক ওই এটিএমের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের সন্দেহ হয়৷ তারা তখন এটিএমের ভেতরে গিয়ে দেখেন বিমল সরকার এটিএম মেশিনের অনেকটা অংশ ভেঙ্গে ফেলেছে৷ সঙ্গে সঙ্গে তারা বিমল সরকারকে আটক করে এয়ারপোর্ট থানায় খবর দেন৷ পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান৷


এ-বিষয়ে স্থানীয় জনৈক যুবক বলেন, প্রথমে ওই ব্যক্তির নাম জিজ্ঞেস করা হলে তার কথাবার্তায় অসংলগ্ণতা ধরা পরে৷ পরে যখন পুলিশ আসে তখন ওই ব্যক্তি স্বীকার করেন পেশায় তিনি রং মিস্ত্রি৷ তার বাড়ি লংকামুরা৷ এদিকে, পুলিশ আজ তাকে আদালতে সোপর্দ করেনি৷