বেতন কমিশনের সুপারিশে সায় দিল রাজ্য মন্ত্রিসভা

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (হি. স.)  রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশে মিলল রাজ্য মন্ত্রিসভার সিলমোহর।

গত ১৩ সেপ্টেম্বর রাজ্য সরকারি কর্মীদের এক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ষষ্ঠ পে কমিশনের সুপারিশ মেনে নেওয়া হবে। আগামী বছরের ১ জানুয়ারি থেকেই তা কার্যকর করতে চায় সরকার। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণাতেই এ দিন সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। মেনে নেওয়া হচ্ছে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ।

১ জানুয়ারি থেকেই কমিশনের সুপারিশ মত বর্ধিত হারে বেতন পাবেন রাজ্য সরকারি কর্মীরা। চালু হবে নয়া বেতন কাঠামো। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। সূত্রের খবর, বেতন কমিশনে যা যা প্রস্তাব দেওয়া হয়েছিল, তার কিছু কিছু মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িয়ে দিয়েছেন।

অর্থমন্ত্রী এদিন জানিয়েছেন, নয়া বেতন কাঠামোয় দ্বিগুণ হবে রাজ্য সরকারি কর্মীদের গ্র্যাচুইটির পরিমাণ। বর্তমানে গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা হচ্ছে ৬ লক্ষ টাকা। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ ছিল এই এই উর্ধ্বসীমা বাড়িয়ে ১০ লক্ষ টাকা করার। কিন্তু রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে গ্র্যাচুইটির উর্ধ্বসীমা বাড়িয়ে ১২ লক্ষ টাকা করার। এছাড়াও অর্থমন্ত্রী এদিন যে হিসেব দিয়েছেন সেই অনুযায়ী কোনও রাজ্য সরকারি কর্মীর বেতন যদি আগে ১০০ টাকা হত, নতুন বছর থেকে তা বেড়ে হবে ২৮০.৯০ টাকা।
এ ছাড়াও এদিন বেশকিছু ভাতা বৃদ্ধির ঘোষণাও করা হয়েছে রাজ্য সরকারের তরফে। যেমন- বাড়ি ভাড়ার ভাতা ৬ হাজার থেকে বেড়ে হচ্ছে ১২ হাজার টাকা। এছাড়াও মেডিকেল অ্যালাউন্স ৩০০ টাকা থেকে বেড়ে মাসে হচ্ছে ৫০০ টাকা।