নতুন ঋণে সুদের নতুন পদ্ধতি আগামী মাস থেকেই : ঘোষণা এসবিআইয়ের

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি. স.) : শীর্ষ ব্যাঙ্কের পর এবার দেশের বৃহত্তম ব্যাঙ্ক ঘোষণা করল। ভারতীয় স্টেট ব্যাংক সোমবার জানিয়ে দেয়, ১ অক্টোবর থেকেই নতুন ঋণে পরিবর্তনশীল সুদের হার বা ফ্লোটিং রেট স্থির করতে রেপোরেট পদ্ধতিকে মাপকাঠি বা এক্সটারনাল বেঞ্চমার্ক হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ, রেপোরেটের ভিত্তিতে সুদের হার নির্ধারিত হবে। যার ফলে, রেপোরেট কমলে, ঋণের সুদেও তার সুবিধা দ্রুত গ্রাহকের কাছে পৌঁছে যাবে।

তবে সমস্ত ঋণে এই সুবিধা মিলবে না। এসবিআই সূত্রের খবর, আপাতত আবাসন, খুচরো ব্যবসা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ঋণের ক্ষেত্রে এই নতুন পদ্ধতি গ্রহণ করা হবে। ইতিমধ্যেই বেশ কিছু ব্যাঙ্ক রেপোর সঙ্গে ঋণে সুদ যুক্ত করেছে। প্রসঙ্গত, অর্থনীতিকে চাঙ্গা করতে একাধিক পদক্ষেপ ঘোষণায় সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও আবাসন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বৃদ্ধিতে জোর দেওয়ার বিষয়ে জানিয়েছিলেন। এতদিন প্রায় সব ঋণে তহবিল সংগ্রহ বা এমসিএলআর পদ্ধতিতে সুদ স্থির হয়। কিছু ক্ষেত্রে বেস রেটের ভিত্তিতেও সুদ ঠিক হয়ে থাকে। এবার পরিবর্তন হবে সেই পদ্ধতি। তবে পুরনো ঋণের ক্ষেত্রে পদ্ধতি পরিবর্তন হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। এক্ষেত্রে ব্যাঙ্কের সঙ্গেই যোগাযোগ করতে হবে।