৩০ মাসের বিজেপি শাসনে উত্তরপ্রদেশে বড় পরিবর্তন এসেছে : যোগী আদিত্যনাথ

লখনউ, ১৯ সেপ্টেম্বর (হি.স.) : বিজেপির ৩০ মাসের শাসনে উত্তরপ্রদেশে বড় ধরণের পরিবর্তন এসেছে। ভাল প্রশাসনিক পরিষেবার ফলেই তা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

উত্তরপ্রদেশে বিজেপি সরকারের ৩০ মাস পূর্তি উপলক্ষ্যে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে উল্লেখজনক হারে অপরাধমূলক কাজকর্ম কমে গিয়েছে। দুই লক্ষ কোটি টাকা বিনিয়োগ রাজ্যে এসেছে। এতে ২০ লক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্রে রাজ্যে এক জেলা এক পণ্য প্রকল্প রূপায়ণের ফলে ৩০ লক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে। রফতানির বৃদ্ধি পেয়েছে ২৮.৮ শতাংশ।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের দুই উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং দীনেশ শর্মা, রাজ্য বিজেপি সভাপতি স্বতন্ত্র দেও সিং। এদেরকে পাশে বসিয়েই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, ডাকাতির হার কমে গিয়েছে ৫৪ শতাংশ, ধর্ষণ ৩৬ শতাংশ কমে গিয়েছে। লুট, অপহরণ, হিংসা ঘটনা কমে দাঁড়িয়েছে ৪৫, ৩০, ৩৮ শতাংশ। রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি যে স্বাভাবিক রয়েছে তা মনে করিয়ে দিয়ে যোগী আদিত্যনাথ জানিয়েছেন, ৩০ মাসের বিজেপির শাসনে কোনও রকমের সাম্প্রদায়িক দাঙ্গা লাগেনি।

কেন্দ্রীয় প্রকল্পগুলি উত্তরপ্রদেশে সফল ভাবে রুপায়ণ করা হয়েছে জানিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী আবাস, সৌভাগ্য, কিষাণ, বিমান এবং স্বাস্থ্যবীমার মতো প্রকল্পগুলি সফল ভাবে রূপায়ণ করা হয়েছে। উত্তরপ্রদেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলার অর্থনীতির নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে চলেছে বিজেপি সরকার।