মুঙ্গিয়াকামীতে জঙ্গলে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৯ সেপ্ঢেম্বর৷৷ অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে খোয়াই জেলার অধীন মুঙ্গিয়াকামী এলাকায়৷ বুধবার সকালে রেল লাইনের ধারে জঙ্গলে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ স্থানীয় জনগনের কাছ থেকে খবর পেয়ে মুঙ্গিয়াকামী থানার পুলিশ, আরপিএফ এবং দমকল বাহিনী ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷ মুঙ্গিয়াকামী থানার পুলিশ জানিয়েছে, ওই যুবকের পরিচয় এখনও শনাক্ত হয়নি৷ তাই, তার দেহ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷

এদিকে, ওই যুবকের মৃত্যুর কারণ নিয়ে দ্বন্দ্বে পড়েছে পুলিশ৷ কারণ, তাকে খুন করা হয়েছে, নাকি ট্রেনের ধাক্কায় অথবা বন্য হাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে তা এখনও বুঝে উঠতে পারেনি পুলিশ৷ স্থানীয়দের বক্তব্য, আজ সকালে কাজে যাওয়ার সময় রেল লাইনের ধারে জঙ্গলে ওই যুবকের মৃতদেহ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলাম৷ কারণ, ওই যুবক এই এলাকার বলে মনে হয়নি৷ ফলে, তার মৃতদেহ ওই স্থানে কীভাবে এসেছে, সে-বিষয়টি যথেষ্ট চিন্তার বলেই স্থানীয়দের মনে হচ্ছে৷

জনৈক উপজাতি এলাকাবাসীর কথায়, ওই এলাকা খুবই নির্জন এবং সচরাচর কারোর আনাগোনা থাকে না৷ ফলে, ওই যুবককে খুন করে ওখানে ফেলে রেখে যাওয়া অস্বাভাবিক নয়৷ তবে, ওই যুবক আত্মহত্যা করেছেন কিনা সেই বিষয়টিও উড়িয়ে দেওয়ার নয় বলে দাবি তাদের৷ মুঙ্গিয়াকামী থানার পুলিশ জানিয়েছে, তাঁর মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে জিআরপিএফ৷ তদন্ত রিপোর্ট হাতে এলে প্রয়োজনে মামলটি নেবেন তাঁরা৷