হায়দরাবাদ, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : থানার ভেতরেই আত্মঘাতী বছর ৫৭-র এক পুলিশকর্মী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার নিজামাবাদের ইন্দলওয়াই থানার ভেতরে। মৃতের নাম প্রকাশ রেড্ডি। পুলিশে হেড-কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি। গুলির বিকট শব্দ শুনে থানার অন্যান্য পুলিশকর্মীরা ছুটে আসেন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা প্রকাশকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
ইন্দলওয়াই থানার অস্ত্রাগারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিলেন প্রকাশ রেড্ডি। এদিন সকাল ৭টা ৩০ মিনিট নাগাদ থানায় ঢুকে অস্ত্রাগার থেকে পিস্তল বের করে প্রায় ৩০ মিনিট পরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে নিজের মাথায় গুলি করে আত্মঘাতী হন প্রকাশ। গুলি চালানোর বিকট শব্দ শুনে অন্যান্য পুলিশকর্মীরা ছুটে আসে। তৎক্ষণৎ নিকটতম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা প্রকাশকে মৃত বলে ঘোষণা করে। কি কারণে আত্মঘাতী প্রকাশ হলেন তা খতিয়ে দেখা হচ্ছে। আগামী বছরেই অবসর নেওয়ার কথা ছিল তাঁর। প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে অবসাদ থেকেই আত্মহননের পথ বেছে নিয়েছিলেন তিনি।