শহর কাঁপাল বাম যুবরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্ঢেম্বর ৷৷ ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ এবং কাজের দাবিতে বামপন্থী ছাত্র-যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ সোমবার আগরতলা কাঁপিয়ে মিছিল সংগঠিত করেছে৷ স্বামী বিবেকানন্দ ময়দানে জমায়েতে হয়ে বিজেপি-আইপিএফটি সরকারের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ৷ ‘মিথ্যা প্রতিশ্রুতি’ দিয়ে ক্ষমতা দখলের বিরুদ্ধে জবাব দিতে আজ ময়দানে নেমেছেন যুবরা, দাবি করেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব৷ টিওয়াইএফ রাজ্য সম্পাদক অমলেন্দু দেববর্মার কথায়, রাজ্যের মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার লক্ষ্যেই মাঠে নেমেছি৷


বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ-এর উদ্যোগে আয়োজিত মিছিল ও জমায়েতে আজ সারা রাজ্য থেকে কর্মীরা যোগ দিয়েছেন৷ ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, হাজারো প্রতিশ্রুতির বিনিময়ে ক্ষমতার স্বাদ পেয়েছেন যাঁরা, আজ বেমালুম তাঁরা সেটা ভুলে গেছেন৷ তাঁর কটাক্ষ, প্রতিবছর ৫০ হাজার চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নির্বাচনের আগে৷ কিন্তু, আজও যুবক-যুবতীরা বেকার হয়ে ঘুরছেন৷ বরং অনেকের ঘাড়ে এখন চাকরি থেকে ছাঁটাইয়ের খড়গ ঝুলছে৷ তাঁর অভিযোগ, ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর কর্মসংস্থান আরও সংকুচিত হয়েছে৷ ফলে, চারিদিকে হাহাকার চলছে৷ সাথে যোগ করেন, ১০৩২৩ চাকরিচ্যুত শিক্ষকদেরও কোনও কিনারা করছে না রাজ্য সরকার৷ অথচ, নির্বাচনের আগে তাঁদের জন্য সংবিধান মেনে বিকল্প পথ খুঁজে বের করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল৷


যুব সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক বলেন, গত ১৮ মাসে বিজেপি আইপিএফটি জোট সরকারের শাসনকালে রাজ্যের মানুষ ভাল অবস্থাতে নেই৷ তারা ক্ষমতায় এসে প্রথম আক্রমণ জানিয়েছিল সিপিএমের উপর৷ তারপর সেই আক্রমণ আছড়ে পড়ে সাধারণ মানুষের উপর৷ এখন তারা নিজেরাই বিভেদে জড়িত৷ আর কিছুদিনের মধ্যেই তারা অশান্তির কবলে পড়ে দাড়খার হয়ে যাবে৷ ভাল অবস্থাতে নেই তারাও সে কারণেই লড়াই সংগ্রামের প্রস্তুতি নিতে হবে৷

লড়াই সংগ্রাম ছাড়া কোন পথ খোলা নেই বলেও ডিওয়াইএফআই রাজ্য সভাপতি অভিমত ব্যক্ত করেন৷ তিনি বলেন, বেকাররা যখন কাজের কথা বলছে, আমরা যখন ভিষণ ডকুমেন্টের প্রতিশ্রুতির পালনের কথা বলছি, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন টাকা নেই৷ বামফ্রন্ট সরকার নাকি অনেক ঋণ করে গেছে৷ আঠারো মাস কেটে গেছে, আরো ১৮ মাসের মধ্যে বর্তমান সরকার ভিষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি পালন না করলে সরকারকে ছুড়ে ফেলে মহাকরণ দখল করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি, ভয়ভীতি, সন্ত্রাস উপেক্ষা করে পাড়ায়-পাড়ায়, বুথে-বুথে, সংগঠনকে শক্তিশালী করার ডাক দিয়েছে ডিওয়াইএফআই৷


এদিন টিওয়াইএফ রাজ্য সম্পাদক অমলেন্দু দেববর্মা বলেন, অধিকার আদায়ের সংগ্রামে বামপন্থার বিকল্প নেই৷ ফলে, যাঁরা বিভ্রান্ত হয়ে মুখ ফিরিয়েছেন, তাঁরা আবারও ফিরে আসবেন বলে দাবি করেন তিনি৷ তাঁর কথায়, ত্রিপুরা সরকার আন্দোলন হোক চায় না৷ তাই, এসমা এনে শিক্ষক-কর্মচারীদের দাবি আদায়ে আন্দোলনের পথ বন্ধ করে দিয়েছে৷ তাঁর বক্তব্য, নির্বাচনের আগে সমস্ত প্রতিশ্রুতি পূরণ করতে হবে৷ নইলে, এভাবেই আন্দোলন সারা রাজ্যে আছড়ে পড়বে৷