বাজার ইন্ডিয়ায় আগুন অল্পেতে রক্ষা উদয়পুর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৬ সেপ্ঢেম্বর৷৷ অগ্ণিকান্ড থেকে অল্পেতে রক্ষা পেলো উদয়পুর শহর৷ ঘটনা সোমবার বেলা আনুমানিক বারোটায় উদয়পুর বাজার ইন্ডিয়া নামক শপিং মলে৷ আর এতে শুরু হয় দৌড়ঝাপ৷ খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের৷ খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ ঘটনায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা শহরে৷


ঘটনার বিবরণে জানা যায়,সোমবার আনুমানিক বারোটায় উদয়পুর বাজার ইন্ডিয়া শপিং মলের জেনারেটর মেশিন অতিরিক্ত চলার ফলে হিট হয়ে মেশিনে আগুন লেগে কালো ধোঁয়া বেরুতে থাকলে শুরু হয় চিৎকার চেঁচামেচি৷ খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌছে জল ঢেলে আগুন আয়ত্তে আনে৷ তবে জেনারেটর মেশিনটি কোনও ভাবেই বন্ধ করা সম্ভব হচ্ছিলো না৷ অবশেষে দীর্ঘক্ষনের প্রচেষ্টার ফলে জেনারেটর মেশিনটি বন্ধ করতে সক্ষম হয় দমকল বাহিনীর কর্মীরা৷

আগুন তেমন ভাবে না লাগলেও এবং এতে তেমন কিছু ক্ষয়ক্ষতি না হলেও আগুন লাগার খবর চাউর হতেই শপিং মলে আসা ক্রেতাদের মধ্যে দৌড়ঝাপ শুরু হয়৷ এদিকে শপিং মলের ভেতরে থাকা এক যুবক অসুস্থ হয়ে পড়ে এরপর সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রাধাকিশোরপুর থানার পুলিশ৷ কিছুক্ষণ পর খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গোমতী জেলা শাসক তরুণ কান্তি দেবনাথ৷ গোমতী জেলা শাসক ঘটনাস্থল পরিদর্শন করে পরে নিজ চেম্বারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান শপিং মলের অত্যাবশ্যকীয় কাগজপত্র, নির্দেশিকা আছে কিনা তা দেখার জন্য উদয়পুর পুর পরিষদ, বিদ্যুত দপ্তর, ফায়ার সার্ভিস এর কাছে রিপোর্ট তলব করেন৷